TRP: সামান্য তফাতে প্রথম ‘মিঠাই’, জোর টক্কর দিচ্ছে ‘খুকুমণি’, রইলো টিআরপি তালিকা
এক মাথা সিঁদুর, ক্রিকেট খেলার প্রতিজ্ঞা নিয়ে ‘উমা’ যেমন জমজমাট, তেমনই যমুনা এখন কানে আঘাত পেয়ে বধির চরিত্রে অভিনয় করছে, পাশাপাশি শশুরি বৌমা মারকাটারি জমিয়ে লড়ছে পরকীয়ার বিরুদ্ধে। সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য ‘আয় তবে সহচরী’ বেশ ভালই রেটিং জমাচ্ছে। প্রথম দিকে এই ধারাবাহিক কম রেটিং পেলেও এখন এর টিআরপি বেশ ভালো। অন্যদিকে, মিঠাই রানীর কথা নতুন করে কিছুই বলার নেই। তার মা মারা গেছে, পাশে দাঁড়িয়েছে উচ্ছে বাবু, এখন বেশ সরগরম মিঠাই-সিদ্ধার্থের রসায়ন নিয়ে। দর্শকরা উপভোগ করছে জি ও স্টার জলসার একগুচ্ছ ধারাবাহিকে। এবারে চলুন দেখি কে কত নম্বর পেলো দর্শকদের বিচারে ( Weekly TRP of Bengali mega serials).
১.মিঠাই – ১০.৫
২.উমা ও খুকুমণি হোম ডেলিভারি – ১০.৩
৩.যমুনা ঢাকি – ৯.৩
৪.ধুলোকণা – ৮.৮
৫.মন ফাগুন – ৮.৭
৬.গাঁটছড়া – ৮.৩
৭.খেলাঘর ও অপরাজিতা অপু – ৮.২
৮.আয় তবে সহচরী – ৮.১
৯.রানী রাসমণি – ৭.৪
১০.সর্বজয়া – ৭.২
১১.খড়কুটো – ৭.০
১২.গঙ্গারাম – ৬.৯
১৩.কড়িখেলা – ৬.৫
১৪. মহাপীঠ তারাপীঠ – ৬.৩
১৫.কৃষ্ণকলি ও এই পথ যদি না শেষ হয় – ৬.২
১৬. বরণ – ৬.০
১৭. গ্রামের রাণী বীণাপাণি – ৩.৯
১৮.জীবন সাথী – ৩.৬
১৯.ফেলনা – ২.৭
২০.রাধাকৃষ্ণ ও জয় গোপাল – ২.৬
২১.মোহর – ২.৪
২২.সন্তোষী মা – ২.৩
২৩.যোধা আকবর – ১.০
রিয়্যালিটি শো (Reality show)
১.দাদাগিরি – ৬.৩
২.সুপার সিঙ্গার – ৫.৬
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.১
৪. রান্নাঘর – ১.৪