whatsapp channel

Kabab In Kolkata: কাবাব খেতে ভালোবাসেন? ঘুরে আসতে পারেন কলকাতার এই পাঁচটি দোকান থেকে

কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান খাবারের দোকান কিন্তু আপনি যদি কাবাব প্রিয় হয়ে থাকেন তো কলকাতাতে কাছে পাঁচটি অসাধারণ কাবাবে ঠিকানা আমাদের Hoophaap এর পাতায় জলদি দেখে ফেলুন।…

Shreya Chatterjee

Shreya Chatterjee

কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান খাবারের দোকান কিন্তু আপনি যদি কাবাব প্রিয় হয়ে থাকেন তো কলকাতাতে কাছে পাঁচটি অসাধারণ কাবাবে ঠিকানা আমাদের Hoophaap এর পাতায় জলদি দেখে ফেলুন। কলকাতায় গেলে কোন কোন জায়গায় আপনি কাবাব খাবেন করে ফেলুন লিস্ট।

করিমস- প্রথমেই যে দোকানটির নাম বলতে হয় সেটি হল করিমস। পোটলি কাবাব, রোজালি কাবাব, হাজারী কাবাব , চাকুন্দরি কাবাব, আনারকলি কাবাব আরো আছে কত ধরনের কাবাব।

পার্ক স্ট্রিট- আরেকটি অসাধারণ দোকান হলো পিটার ক্যাট আপনি যদি কাবাব খেতে খুব পছন্দ করেন তাহলে পিটারে অবশ্যই একবার ঘুরে আসবেন। স্পেশাল আইটেম চেলো কাবাব। চেলো কাবাব, ডিমের অমলেট এর সঙ্গে পরিবেশন করা হয়, আর ওপরে থাকে মাখন।

Kabab In Kolkata: কাবাব খেতে ভালোবাসেন? ঘুরে আসতে পারেন কলকাতার এই পাঁচটি দোকান থেকে

বারবিকিউ– পরে যে জায়গাটির নাম বলব জায়গাটির নাম শুনেই হতো প্রত্যেকের জিভে জল চলে আসবে। অসাধারণ এই জায়গাটির নাম হল বারবিকিউ নেশন, পার্ক স্ট্রিটে ছাড়া অনেক জায়গাতে বারবিকিউ এর ব্রাঞ্চ আছে।

Kabab In Kolkata: কাবাব খেতে ভালোবাসেন? ঘুরে আসতে পারেন কলকাতার এই পাঁচটি দোকান থেকে

সিরাজ– আপনি যদি শহরের সবচেয়ে মশলাদার ইরানি কাবাব খেতে চান, তাহলে এক ছুটে চলে যেতে পারেন সিরাজে। বিরিয়ানি, রোল এখানকার অসাধারণ তাই কাবাব এর পাশাপাশি এগুলো ট্রাই করতে পারেন।

Kabab In Kolkata: কাবাব খেতে ভালোবাসেন? ঘুরে আসতে পারেন কলকাতার এই পাঁচটি দোকান থেকে

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক