whatsapp channel

Urfi Javed: ইসলামের প্রতি হারাচ্ছে আস্থা, মুসলিম ছেলেকে বিয়ে করবেন না সাফ জানালেন উরফি

উরফি জাভেদ এখন এমনই একটা নাম যে একাই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছেন তার পোশাক পরিচ্ছদ দিয়ে। মুম্বাইয়ের পাপারাজ্জিদের ক্যামেরার সামনে অহরহ ধরা দেন উরফি। প্রতিবারই বোল্ড ড্রেসে হাজির হন। উরফি'র…

Avatar

HoopHaap Digital Media

উরফি জাভেদ এখন এমনই একটা নাম যে একাই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছেন তার পোশাক পরিচ্ছদ দিয়ে। মুম্বাইয়ের পাপারাজ্জিদের ক্যামেরার সামনে অহরহ ধরা দেন উরফি। প্রতিবারই বোল্ড ড্রেসে হাজির হন। উরফি’র পোশাক এতটাই বৈচিত্র্যময় যে তাঁর ড্রেস দেখলে চোখ কপালে উঠবে। কখনো বুকের ৮০% শতাংশ ফাঁকা তো কখনো পিঠ পুরোপুরি ফাঁকা, কিংবা থাইয়ের উপরিভাগ পুরো ফাঁকা, এক চিলতে কাপড় দিয়ে আটকানো।

উরফি’র বৈচিত্র্যময় ড্রেস না দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে যে এই মেয়ে এমন ড্রেস বানাতে পারে? শুধু ড্রেস নয়, তার পোশাকের আইডিয়া খুবই মারাত্মক। দেখুন তার কিছু ঝলক।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

সম্প্রতি, এই মেয়ে তার বিয়ে নিয়ে মুখ খুলেছেন। এক সংবাদমাধ্যমে উরফি জাভেদ জানান, ‘আমি একজন মুসলিম মেয়ে। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানুষ আমাকে নিয়ে নোংরা মন্তব্য করে, তাঁদের বেশিরভাগই মুসলিম। তাঁরা মনে করে আমি ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন করছি। তারা আমাকে ঘৃণা করে কারণ মুসলিম পুরুষরা চায় মহিলারা একটি নির্দিষ্ট ভাবে আচরণ করবে।’

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

মুসলিমদের প্রতি এতটাই ঘৃনা জন্মেছে তার যে তিনি নিজে মুসলিম হয়েও আর কোনো মুসলিম পুরুষকে বিয়ে করতে চান না। একথায় উরফি জানিয়েই দিয়েছেন যে তিনি ইসলামে বিশ্বাস করেন না। যেই ধর্মে মেয়েদের জন্য এত নিয়ম সেই নিয়ম তিনি মানেন না। Bigg Boss OTT খ্যাত এই মেয়ে এও বলেন, ‘আসলে তাঁরা এই সম্প্রদায়ের সব নারীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই কারণেই আমি ইসলামে বিশ্বাস করি না। আমাকে ট্রোল করার সবচেয়ে বড় কারণ হল ধর্ম অনুযায়ী তাঁরা আমার কাছে যেরকম আচরণ আশা করে আমি সেরকম আচরণ করি না।’

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media