Hoop Life

ঐশ্বর্য রাইয়ের এক ডজন স্টাইলিশ শাড়ি লুক

১৯৭৩ সালে ১লা নভেম্বর জন্মগ্রহণ করেন জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় জীবনে পদার্পণ করার আগেই তিনি মডেল হিসেবে কাজ করতেন।

তিনি সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের জন্য বলিউডে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

২০০২ সালে বনসালীর পরবর্তী সিনেমা ‘দেবদাস’- এ এক অসাধারণ চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। দ্বিতীয়বারের জন্য তিনি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ পান।

সেপ্টেম্বর, ২০১২ সালের নিউ ইয়র্কের ঐশ্বর্য রাই আন্তর্জাতিক শান্তি দিবস জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড তারকা মাইকেল ডগলাস সঙ্গে দেখা করেন। এক সপ্তাহ পর তিনি জাতিসংঘের এইডস ও ইউএনএইডস নতুন আন্তর্জাতিক শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হন।

Related Articles