BollywoodHoop Plus

Bollywood: টাক পড়ার সমস্যা বলিউড তারকাদেরও!

চুল পড়ার সমস্যা অথবা টাকের সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই বংশগত হয়ে থাকে। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে থাইরয়েড অথবা কোনো ওষুধের প্রভাব, কখনও বা নেশার কারণেও টাকের সমস্যা দেখা দেয়। বলিউড তারকারা তাঁদের টাক পড়ার সমস্যায় অধিকাংশ ক্ষেত্রেই নেন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সাহায্য। তবে তা সবসময় কার্যকরী হয় না। সম্প্রতি হৃত্বিক রোশন (Hrithik Roshan)-এর শেয়ার করা একটি ভিডিওতে তাঁর মাথার পিছনের বেশ কিছুটা অংশ জুড়ে টাক দেখে তাঁর অনুরাগীদের একাংশ একটু অবাক হলেও এই ঘটনা ঘটতই। হৃত্বিকের ক্ষেত্রেও টাকের সমস্যা বংশগত। তাঁর বাবা রাকেশ রোশন (Rakesh Roshan)-এর মাথাতেও টাক রয়েছে।

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অত্যন্ত অল্প বয়স থেকেই বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। এমনকি একসময় সোনার পাইপের সাহায্যে নেশার দ্রব্য ইনহেল করতেন। মূল্য তো চোকাতেই হত। টাকের সমস্যায় জর্জরিত ছিলেন সঞ্জয়। পরবর্তীকালে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আবারও নিজের চুল ফিরিয়ে আনেন সঞ্জয়।

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma)-ও নেশায় আসক্ত ছিলেন। এছাড়াও নিয়মানুবর্তিতার অভাবে তাঁর চুল পড়তে শুরু করেছিল। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সাহায্য নিয়েছেন তিনিও।

 

View this post on Instagram

 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

টাকের সমস্যা দেখা দিয়েছিল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এরও। তবে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরিবর্তে তিনি ব্যবহার করা শুরু করেছেন হেয়ার পিস যা যথেষ্ট ব্যয়সাপেক্ষ।

টাক পড়ে গিয়েছিল অক্ষয়কুমার (Akshay Kumar)-এরও। তবে তিনিও হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

Related Articles