BollywoodHoop Plus

নিশ্চিত চাকরি ছেড়ে বলিউডে এসেছিলেন যেসব তারকারা

বলিউড একদিনে গড়ে ওঠেনি। ধীরে ধীরে তৈরি হয়েছে বলিউডের ভিত। বিভিন্ন পেশা থেকে অভিনয়ের টানে বলিউডে এসেছেন, ঝুঁকি নিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন শিল্পীরা। তাঁদের ঝুঁকি নেওয়ার প্রবণতাই তাঁদের বানিয়েছে সুপারস্টার। এই তালিকায় প্রথমেই আসে দেব আনন্দ (Dev Anand)-এর নাম।

তৎকালীন যুগে লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়েছিলেন দেব আনন্দ। 1940 সালে মুম্বই যা তখন পরিচিত ছিল বম্বে নামে, চলে এলেন দেব আনন্দ । পঁয়ষট্টি টাকার বিনিময়ে চার্চগেটে মিলিটারি সেন্সর অফিসে চাকরি করতেন তিনি। এরপর একটি অ্যাকাউন্টিং ফার্মে পঁচাশি টাকার বিনিময়ে ক্লার্কের চাকরি করতেন দেব আনন্দ। এছাড়াও ছিল ইংরাজির টিউশনি করা। কিন্তু সবকিছু ছেড়ে তিনি পা বাড়ালেন অভিনয়ের পথে। হয়ে উঠলেন সুপারস্টার।

রাজকুমার বলিউডে অভিনয় শুরু করার আগে ছিলেন মহারাষ্ট্র পুলিশের অফিসার। কিন্তু নিশ্চিত চাকরি ছেড়ে তিনি আসেন বলিউডে।

সুপারস্টার রজনীকান্ত (RajniKanth) অভিনয়ে আসার আগে বাসের কন্ডাক্টর ছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by rajinikanth (@rajnikanth_._)

বলিউডের অন্যতম খলনায়ক ও পরবর্তী সময় রক্ষণশীল পিতার অভিনয়ে করে বিখ্যাত অমরীশ পুরী (Amrish Puri) অভিনয়ে আসার আগে ছিলেন বীমা নিগমের ক্লার্ক।

 

View this post on Instagram

 

A post shared by Cinemaazi (@cinemaazi)

জনি ওয়াকার (Johny Walker) অভিনয়ে আসার আগে ছিলেন মুম্বইয়ের বাসের কন্ডাক্টর।

কলেজের অধ্যাপকের চাকরি ছেড়ে বলরাজ সাহানী (Balraj Sahani) এসেছিলেন বলিউডে অভিনেতা হতে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক ছিলেন আমোল পালেকর (Amol Palekar)। নিশ্চিত চাকরি ছেড়ে বলিউডে অভিনেতা হয়েছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Amol Palekar (@itssmeamol)

ব্যাঙ্কের ক্যাশিয়ারের চাকরি ছেড়ে অভিনয় জগতে এসেছিলেন ‘এসিপি প্রদ‍্যুম্ন’ শিবাজী সত্যম (Shivaji Satam)।

Related Articles