Finance News

Business Idea: মাত্র ৩ হাজার টাকা দিয়ে শুরু করা যায় এই ব্যবসা, মাসে লাভ হবে ৩০ হাজার টাকা

বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন, তেমনই আবার অনেকে ছোটখাটো অঙ্কের মূলধন নিয়ে বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। তাই অনেকের মতে আগামী প্রজন্ম হয়তো ভারতের বুকে এক অন্য স্বনির্ভর শিল্পবিপ্লব দেখতে চলেছে।

আপনার মনেও হয়তো এসেছে এমন কিছু চিন্তাভাবনা। কিন্তু ব্যবসা তো আর মুখের কথা নয়। কারণ ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ব্যবসা করার কথা ভেবে নেওয়া যায় অনায়াসে, কিন্তু ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমশিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি মাত্র তিন হাজার টাকা থেকেই শুরু করতে পারবেন।

ছোট পরিসরে বাড়ি থেকে শুরু করতে পারবেন ঝাঁটার ব্যবসা। এই ঝাঁটা কিন্তু সকলের কাছেই একটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বাড়ি হোক বা অফিস আদালত, স্কুল-কলেজ হোক বা দোকানঘর- সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ হল এই ঝাঁটা। আর এই সামগ্রী যেহেতু প্রতিদিন প্রয়োজন হয়, তাই এই চাহিদা যে কোনোদিন শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। তাই এই ব্যবসা শুরু করলে লাভ হবে চরম। তবে অবশ্যই যদি উদ্যোগপতি ব্যবসাটি ঠিকমতো চালাতে পারেন তবেই।

এবার দেখে নিন যে কিভাবে এই ব্যাবসা করবেন। ফুলঝাড়ু মূলত তৈরি হয় টাইগার ঘাস থেকে। তাই বাজার থেকে কম দামে এই টাইগার ঘাস কিনে আনুন। সেইসঙ্গে কিনতে হবে ঝাঁটা বাঁধার তার এবিং প্লাস্টিকের হাতল। এইসব সামগ্রী কিনতে খুব বেশি হলেও খরচ হবে ৩ হাজার টাকা। এবার এই ঝাঁটা বাজারে বিক্রি হয় ১২০ -১৫০ টাকা প্রতি পিসে। সেখানে একটি ঝাঁটা তৈরিতে খরচ হবে খুব বেশি হলেও ৫০ টাকা। তাই সারাদিনে ১০ পিস ঝাঁটা বিক্রি করলে রোজগার হবে ১ হাজার টাকা। এক্ষেত্রে মাসিক রোজগার কমপক্ষে হবে ৩০ হাজার টাকা।

Related Articles