whatsapp channel

Business Idea: অল্প পুঁজি দিয়েই শুরু করুন এই ব্যবসা, রয়েছে মোটা টাকা লাভের সুযোগ

ভারতের নাগরিকদের মধ্যে দিনের পর দিন ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। তাই অনেকেই এখন বিভিন্ন 'স্টার্ট-আপ' করার কথা চিন্তাভাবনা করছেন। দেশে চাকরির দুরবস্থা থেকেই মানুষের মনে বিগত দশকে এই…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের নাগরিকদের মধ্যে দিনের পর দিন ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। তাই অনেকেই এখন বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। দেশে চাকরির দুরবস্থা থেকেই মানুষের মনে বিগত দশকে এই পরিবর্তন এসেছে বলে দেখা গেছে এক সমীক্ষায়। কিন্তু ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কারণ ব্যবসা করার কথা ভেবে নেওয়া যায় অনায়াসে, কিন্তু ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমসিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে আয়নার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি মাত্র পাঁচ হাজার টাকা থেকেই শুরু করতে পারবেন।

আজকালকার দিনে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ অর্থাৎ অ-পুনঃণবিকরণযোগ্য প্লাস্টিকের ব্যবসায় যুক্ত আছেন অনেকেই। তবে পরিবেশের কথা মাথায় রেখে এই ধরণের প্লাস্টিকের ব্যবহারে লাগাম টানতে সক্রিয় হয়েছে ভারত সরকার। বর্তমানে দেশে কম মাইক্রোনের প্লাস্টিক ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমন অবস্থায় ব্যবহারের জন্য রয়েছে বেশি মাইক্রোনের প্লাস্টিক, কাগজ ও মাটি। বেশি মাইক্রোনের প্লাস্টিক তৈরি একটি ব্যয়বহুল ব্যবসা। কাগজের কাপ, প্লেট, গ্লাস তৈরির খরচও রয়েছে। কিন্তু মাটির নানা জিনিস অতি সহজে এবং কম খরচে বানিয়ে ফেলা যায়। তাই আগামীতে মাটির তৈরি জিনিসের ব্যবসা লাভজনক হতে পারে।

বর্তমানে মাটির তৈরি জিনিসের ব্যবহার বাড়ছে দেশে। এখন চা খেতে অনেকেই মাটির ভাঁড়কে বেছে নেন। এখনকার দিনে স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার এমনকি বিমানবন্দরেও মাটির ভাঁড়ে চা খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে। এছাড়াও মাটির তৈরি প্লেট, বাটি ও গ্লাসের চাহিদাও বাড়ছে দেশে। তাই মাটির নানা সামগ্রী তৈরি একটি লাভজনক ব্যবসা হতে পারে আগামীতে। এর জন্য কাঁচামাল হিসেবে নদী পা পুকুর পাড়ের মাটি দরকার কাঁচামাল হিসেবে। এছাড়াও ছাঁচ কিনতে হবে বাজার থেকে। সঙ্গে লাগবে একটি চাকতি। যার বর্তমান বাজারদর পাঁচ হাজার টাকার বেশি নয়।

এছাড়াও এই ধরণের ছোটখাটো ব্যবসা শুরুর ক্ষেত্রে কেন্দ্র সরকার আপনার পাশে থাকতে পারে। কারণ, কিছুদিন আগেই খাদি গ্রাম উদ্যোগ নিগমের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা জানিয়েছিলেন, ২০২০ সালে ভারত সরকার এই ধরনের মাটির ভাড় তৈরি করার ২৫ হাজার ইলেকট্রিক চাক বিতরণ করেছিল। আর আগামীতে আরো এই বিষয়ে আলোকপাত করতে পারে কেন্দ্র।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা