Hoop PlusTollywood

জাঁকজমক ছাড়াই এবার এলেন মা, গৃহলক্ষীর পুজো সারলেন জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল!

সম্প্রতি কেটেছে দুর্গাপুজোর আমেজ। তার সঙ্গেই ধনদেবীর আরাধনার মেতেছে টলিপাড়া। এবছরটা ঠিক অন্য বছরের মতো নয়। করোনার দাপটে সব কিছু পাল্টে গেছে। বর্তমানে সবাই নিউ নর্মালকে নিয়ে এগিয়ে চলেছে।

করোনার প্রকোপে এবার দুর্গাপুজোতেও ছিল না কোনো আড়ম্বর। টেলিপাড়াতেও একই ছবি ধরা পড়লো। তেমন ছবিই ধরা পড়ল লক্ষ্মী পুজোতেও। জাঁকজমক ছাড়া ঘরোয়া আমেজেই অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়িতেও এবার ছোট করেই সারলেন কোজাগরী লক্ষী পুজো।

লাল তাঁতের শাড়ি পড়ে পায়ে আলতা মাথায় মোটা করে সিঁদুর পড়ে গৃহলক্ষী সেজে লক্ষ্মী পুজোয় বসেন অভিনেত্রী। মাকে নিজেই সাজালেন গয়না শাড়ি দিয়ে। অবশ্য ছেলেকে সঙ্গী করলেন মায়ের পুজোয়। মায়ের ভোগে নিজেই বানালেন নাড়ু, পায়েস,ফল, মুড়কি, মিষ্টি, ভোগ প্রসাদ। সব আয়োজন নিজেই করেছেন তিনি। মাকে সাজাতে ক্লান্ত ছেলে তাই তার ফাকে মায়ের কোলে জিরিয়ে নিলেন ছেলে। নিজের বাড়ির লক্ষী পুজোর ছবি এবছর নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন অভিনেত্রী।

প্রসঙ্গত,করোনা তারপর আমফান তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে শহর কলকাতা। দুর্ভিক্ষের সময় অভিনেত্রী বাড়িতে না বসে রান্না শুরু করেন। ছেলে অমর্তকে নিয়ে চলে গেলেন দক্ষিণ কলকাতার রাস্তায়। হতদরিদ্র মানুষের মুখে তুলে দিলেন খাবার অভিনেত্রী চৈতি ঘোষাল।

whatsapp logo