বাংলা হোক বা হিন্দি কিংবা ইংরেজি- বিনোদন ইন্ডাস্ট্রিতে এখন ‘হট-টপিক’ হয়ে উঠছে বিভিন্ন ওয়েব সিরিজ। সিনেমা বা সিরিয়ালের থেকেও আজকাল দর্শকদের প্রথম পছন্দ বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকার থেকে মানুষ আজকাল মোবাইলের স্কিনে অনলাইন প্লাটফর্মে বিভিন্ন সিরিজ দেখতে বেশি পছন্দ করেন। করোনার সময় থেকে শুরু হওয়া এই ওয়েব সিরিজের প্রচলন আজকাল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বিভিন্ন নামিদামি তারকা সিনেমার বদলে ওয়েব সিরিজের কাজ করতে পছন্দ করছেন। পাশাপাশি এই ওয়েব সিরিজ জগতে এসেছে লজ্জার সীমা অতিক্রম করা, লাস্যময়ীতায় ভরপুর বিভিন্ন কাহিনী। এছাড়াও সাহসী সব দৃশ্য এইসব সিরিজের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এককথায় বলা চলে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অ্যাডাল্ট ওয়েব সিরিজ। আর এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’ ইত্যাদি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর।
বিগত সময়ে দর্শকদের মধ্যে গোপনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘উল্লু’ প্ল্যাটফর্মের চরমসুখ সিরিজের ‘মম এন্ড ডটার’ ওয়েব সিরিজটি। সম্প্রতি সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে প্ল্যাটফর্মে। এই সিরিজের গল্প মা ও মেয়েকে ঘিরে। এই সিরিজে এক সিঙ্গেল মা এবং তার মেয়ের জীবনের নানা উত্থান ও পতনকে দেখানো হয়েছে। যুবতি মেয়েটির নাম আনায়া। সে একদিকে মায়ের একাকীত্ব দেখে, অন্যদিকে নিজের শরীরের খিদেও অনুভব করে। এর মাঝে সে তার প্রেমিকের সঙ্গে মিলিত হয় নিরালায়। তারপর তার জীবনে ঘটে এক বড় পরিবর্তন, যেটি দেখতে হলে আপনাকে অবশ্যই সিরিজটি দেখতে হবে।
এই সিরিজে অভিনয় করে নজরে এসেছেন অভিনেত্রী রুবি ভারাজ ও রাজসী ভার্মা। তাদের লাস্যময়তা ঘুম কেড়েছে পুরুষ দর্শকদের। পাশাপাশি যৌনতায় ভরা এই সিরিজের প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তুলেছেন এই দুই অভিনেত্রী। শারীরিক আবেদন থেকে চটুল ডায়লগ এমনকি গল্পের বাঁধনে বেডরুমের নানা কাহিনী এই সিরিজের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ‘উল্লু’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে এই সিরিজটি আপনিও দেখতে পারবেন।