Hoop VideoHoop Viral

সম্পত্তির লোভে শ্বশুরের সঙ্গে কুকর্ম বৌমার, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সাধারণ মানুষের জীবনের অনেক বিষয়বস্তু। আর বর্তমান যুগ হল প্রযুক্তি এবং বিনোদনের যুগ। আর এই সময়ে সবাই কাজ হোক বা বিনোদন, সব ক্ষেত্রেই মোবাইলে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে। সেখানেই বিনোদন খুঁজতে ওয়েব সিরিজ অথবা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে স্বচ্ছন্দ বোধ করেন দর্শকরা। নেটফ্লিক্স হোক কিংবা ইউটিউব, অথবা অ্যামাজন প্রাইম ভিডিও, আজকালকার দিনে ডিজিটাল ওটিটি প্লাটফর্ম হয়ে উঠেছে মানুষের নিত্যদিনের সঙ্গী।

এই সমস্ত প্লাটফর্মের নানান ওয়েব সিরিজ সকলের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। এছাড়াও করোনাকালীন পরিস্থিতির পরে এই ধরনের ওয়েব সিরিজ আরো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমান সময়ে যে সমস্ত ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়াতে মানুষের আগ্রহ অর্জন করে, সেগুলির মধ্যে অন্যতম হলো বোল্ড ওয়েব সিরিজ। এই ধরণের সিরিজের গল্প যেমন থ্রিলার বা সাসপেন্স ধর্মী হয়, তেমনই আবার সাহসী ও খোলামেলা দৃশ্যে ভরপুর হয় সিরিজের প্রতিটি এপিসোড। ‘উল্লু’, ‘কোকু’-এর মতো একাধিক প্লাটফর্মে এই ধরনের ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পায়।

আর বর্তমানে নজর কাড়ছে এমনই একটি বোল্ড ওয়েবসিরিজ। ‘হান্টার্স’ নামক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘চসকা’ নামের এই সিরিজটি। এই সিরিজের গল্প ও দৃশ্যপট, উভয় স্থানেই স্তরে স্তরে সজ্জিত সাহসী দৃশ্য। সিরিজের গল্প শুরু হয় একটি গৃহস্থালির জীবকনধারা নিয়ে। একটি বাড়িতে দুই বৌমা তাদের শ্বশুরের সুঠাম শরীর দেখে তার প্রতি আকৃষ্ট হন। দুজনেই শ্বশুরের সঙ্গে বিছানায় কুকর্ম করতে উদ্যত হয়। এই মুহূর্তে গল্পে আসে এক আকর্ষণীয় মোড়। আর এভাবেই গল্পে ক্লাইম্যাক্স টেনেছেন নির্মাতারা।

এই সিরিজে দুই বৌমার চরিত্রে অভিনয় করেছেন ওটিটি দুনিয়ার জনপ্রিয় দুই অভিনেত্রী আলিয়া নাজ এবং ঋতু রাই। তাদের শারীরিক পরিভাষা যেন আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে এই সিরিজের আকর্ষণ। একাধিক সাহসী দৃশ্যে দেখা গেছে এই দুজনকে। চলতি মাসেই মুক্তি পেয়েছে এই সিরিজ। ‘হান্টার্স’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে দেখুন এই সিরিজ।