Finance News

Gold Price: লক্ষ্মীবারে কতটা হেরফের সোনার দামে! কেনার আগে জেনে নিন আজকের দর

সোনা (Gold Price) কে না পছন্দ করে! বিশেষ করে আমাদের ভারতীয়দের কাছে সোনা আলাদা গুরুত্ব বহন করে। বিয়েতে সোনার গয়না পরা এক রকম অলিখিত নিয়ম, তেমনি সময় সুযোগ পেলেই টুকটাক সোনা কিনে রাখেন অনেকেই। আসলে সোনা এমনি একটি ধাতু যাতে বিনিয়োগ করে থাকেন অনেকে। বিপদে আপদেও অনেক সময় কাজে আসে সোনা।

তবে যে হারে সোনার দাম দিনকে দিন বেড়েই চলেছে তাতে বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ‍্যতে মধ‍্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। বৃহস্পতিবার কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনা?

বৃহস্পতিবার সোনার দাম

শুক্রবার গ্রাম প্রতি সোনার দাম রয়েছে ৭,৬২৫ টাকা এবং ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৭,২৬,৫০০ টাকা। শনিবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম ছিল ৭,৩০৪ টাকা। রবিবারেও দামের কোনো পরিবর্তন হয়নি। সোমবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম রয়েছে ‌৭,৩০৪ টাকা। অর্থাৎ দামে কোনো পরিবর্তন আসেনি। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে রয়েছে ৭,৩০৩ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,৩০,৩০০ টাকা। বুধে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩২৫ টাকা। কেজি প্রতি দাম রয়েছে ৭,৩২,৫০০ টাকা। বৃহস্পতিবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩২৬ টাকা। ১ কেজি সোনার দাম রয়েছে ৭,৩২,৬০০ টাকা।

শুক্রবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬৬০ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৬৬,০০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক‍্যারাট সোনার দাম ছিল ৬,৬৯৫ টাকা। রবিবারেও দামে কোনো বদল হয়নি। রবিবারের পর সোমবারেও গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৯৫ টাকা। মঙ্গলবার গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৯৪ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৬,৬৯,৪০০ টাকা। বুধবার ১ কেজি ২২ক‍্যারাট সোনার দাম থাকছে ,৬,৭১,৫০০ টাকা। বৃহস্পতিবার গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৭১৬ টাকা এবং ১ কেজি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৭১,৬০০ টাকা।

শুক্রবার কেজি প্রতি ১৮ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৫,৪৪,৯০০ টাকা। শনিবার গ্রাম প্রতি সোনার দাম ছিল ৫,৪৭৮ টাকা। রবিবারেও একই দাম রয়েছে ১৮ গ্রাম সোনার। সোমবারেও দামে কোনো বদল আসেনি। ১ গ্রাম ১৮ ক‍্যারাট সোনার দাম এদিন রয়েছে ৫,৪৭৭ টাকা। বুধবারে ১৮ ক‍্যারাট কেজিপ্রতি সোনার দাম রয়েছে ৫,৪৯,৪০০ টাকা। বৃহস্পতিবার ১ কেজি ১৮ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৫,৪৯,৫০০ টাকা।

বৃহস্পতিবার রূপোর দাম

রবিবার ১ গ্রাম রুপোর দাম ছিল ৮৬ টাকা এবং কেজি প্রতি রূপোর দাম ছিল ৮৬,০০০ টাকা।

সোমবারেও রূপোর দাম রয়েছে অপরিবর্তিত।

মঙ্গলবার ১ কেজি রূপোর দাম হয়েছে ৮৭,০০০ টাকা।

বুধবার রূপোর দাম রয়েছে অপরিবর্তিত।

বৃহস্পতিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৬,৯০০ টাকা।

শুক্রবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৬,৭০০ টাকা।

রবিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৮,০০০ টাকা।

সোমবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৭,৯০০ টাকা।

মঙ্গলবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৮,৫০০ টাকা।

বুধবার রুপোর দামে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৮,৪০০ টাকা।

Related Articles