Coffee Hair Care: বাঁচবে পার্লারের খরচ, কফি পাউডার দিয়ে বাড়িতেই চুল হবে ঘন-কালো
মাত্র ১৫ দিন এই চুল ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে, চুলকে যদি সুন্দর, ঝলমলে করতে চান এবং যদি চান যে আপনার চুল অনেক সুস্থ থাকুক তাহলে তিনটি হেনার প্যাক কিন্তু ব্যবহার করতে পারেন। এই তিনটি হেনার প্যাক এর মধ্যে যার যেটা সুবিধা হবে, তারা সেই ভাবেই ব্যবহার করবেন এর জন্য প্রথমেই আপনাকে বাজার চলতি কোন ব্র্যান্ডেড কোম্পানির হেনা পাউডার কিনে নিতে হবে। এরপর সেই তিনটি যদি হেয়ার প্যাক বানাতে চান, তাহলে তাতে তিনটি হেয়ার প্যাকে অনেক রকমের উপাদান থাকবে, যার যেটা সহ্য হবে সেটাই ব্যবহার করবেন।
এই তিনটি হেয়ার প্যাকেই আপনাকে ব্যবহার করতে হবে কফি পাউডার। কফি পাউডার চুলের জন্য ভীষণ ভালো, যারা বাড়িতে থেকে চুলকে অনেক সুন্দর করে রং করতে চাইছেন, তারা কিন্তু প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন কফি পাউডার। এছাড়া কফি আমাদের চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে, মাথার স্কাল্প স্ক্রাবিং করতে সাহায্য করে।
হেনা পাউডারকে আগের দিন রাত্রিবেলা কোন লোহার জায়গায় জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে প্রথম পদ্ধতিতে এর মধ্যে ব্যবহার করতে পারেন টক দই। টক দই খুব ভালো করে হেনা পাউডারের সঙ্গে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিতে পারেন তিন থেকে চার টেবিল চামচ মধু। মিশিয়ে নিন কফি পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে অন্তত দু’ঘণ্টা রেখে তারপরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
পরের পদ্ধতিতে হেনা পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ডিম। খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন, আর মেশাতে পারেন এর মধ্যে কয়েকফোঁটা নারকেল তেল, কফি পাউডার। প্রত্যেকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে পরিষ্কার মাথায় চুলে লাগিয়ে অন্তত দু’ঘণ্টা রেখে তারপরে ঠান্ডা জলে শ্যাম্পু করে ফেলুন।
তিন নম্বর পদ্ধতিতে হেনা পাউডারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাতি লেবুর রস, কফি পাউডার। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন টক দই, এই তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন, যারা চুলে একটুখানি কালার চাইছেন তারা এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কফি পাউডার।
উপরে বলা তিনটি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতি বা সপ্তাহে দুদিন করে যে কোন একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন চুল একেবারে সুন্দর পরিষ্কার, ঝলমলে হয়ে গেছে। চুল পড়ে যাওয়ার সমস্যাটা অনেকটা চলে যাবে চলে খুশকির পরিমাণ অনেকটা কমে যাবে।