whatsapp channel
Hoop Story

জগদ্ধাত্রী পুজোর আলোর রোশনাই কংগ্রেস নগর অগ্রগতি হাডুডু ক্লাবে, রইলো সেই ছবি!

বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা যেতে না যেতেই এবার চন্দননগর মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আনন্দে। করোনার আবহে আনন্দে খানিকটা জল ঢাললে ও উৎসব প্রেমী বাঙালি কোন কিছুতেই ঘরে আটকে থাকার মানুষ নয়। তারা বরাবরই উৎসব পছন্দ করে, হই হট্টগোল এবং আনন্দ ভালোবাসে।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আলোর রোশনাই। অসাধারণ সাজে সেজে উঠেছে মা জগদ্ধাত্রী। গলায় গোলাপি রঙের ফুলের মালা।

প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্যান্ডেলের সাজসজ্জা। করোনার আবহে প্রত্যেকটি পুজো কমিটিকে এই পুজোর বাজেট থেকে খানিকটা কাটছাঁট করতে হয়েছে। লাল, নীল, সবুজ আলোর রোশনাই তে সেজে উঠেছে প্যান্ডেল। অসাধারণ এই সাজসজ্জার জন্য শিল্পীকে কুর্নিশ জানাতে হয়।

whatsapp logo