DA Hike: রাজ্য বাজেটে আরো বাড়ল ডিএ, কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা!
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট (Budget)। তার আগে থেকে জল্পনা চলছিল, এবারের বাজেটেও কি রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানো হবে? গত বারের বাজেটে প্রথমে তিন শতাংশ আর তারপর চার শতাংশ, মোট দশ শতাংশ ডিএ বাড়লেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় ডিএ-র হারে অনেকটাই পিছিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এ নিয়ে বিক্ষোভ আন্দোলনও চলছে দীর্ঘদিন ধরে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানানো হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের তরফে।
বৃহস্পতিবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের আরো চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের আরো চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীর। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে আরো চার শতাংশ ডিএ বাড়ানোয় তা বেড়ে দাঁড়ালো ১৪ শতাংশে।২০২৪ সালের ১ লা মে থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষে অর্থাৎ গত বারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল তিন শতাংশ। ২০২৩ এর মার্চ মাস থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার পর বর্তমানে ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। তা শীঘ্রই বেড়ে ৫০ শতাংশ হতে পারে বলেও শোনা যাচ্ছে। সেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সুতরাং ব্যবধানটা যে অত্যন্ত স্পষ্ট তা বোঝাই যাচ্ছে।