Reality show

টিআরপি বাড়াতে অযোগ্য শিল্পীকে সুযোগ দিয়েছে ‘ডান্স বাংলা ডান্স’! উঠল বিস্ফোরক অভিযোগ

বাংলা টেলিভিশনে বরাবর নজর কাড়ে রিয়েলিটি শো। গান থেকে নাচ, সব ধরণের রিয়েলিটি শো এখন বেশ জনপ্রিয়তা লাভ করে। আর জি-বাংলার এমনই একটি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। আবারো নতুন সিজন নিয়ে স্বমহিমায় ছোট পর্দায় এই রিয়েলিটি শো। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই শোয়ের যাত্রাপথ। মোট ২৪ জন প্রতিযোগী রয়েছেন এই সিজনে, যাদের মধ্যে ১২ জন শিশু প্রতিযোগী রয়েছে। এছাড়াও এই সিজনে রয়েছে আরো একাধিক চমক। কিন্তু শুরুতেই বিতর্কের মুখে পড়তে হল এই জনপ্রিয় শো’কে। নেটিজেনদের কটাক্ষের ঝড় বয়ে গেল একটি ভিডিওকে ঘিরে।

সম্প্রতি, জি-বাংলার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি নাচের ভিডিও আপলোড করা হয়। আর এই ভিডিও দেখেই সমালোচনায় মশগুল নেটাগরিকরা। এই ভিডিওতে এক অত্যন্ত স্থূলকায় মহিলা প্রতিযোগীকে দেখা যাচ্ছে ‘ডিস্কো ডান্সার’ গানে নাচতে। মহাগুরু মিঠুন চক্রবর্তী এই গানে নেচে মন জয় করেছিলেন দর্শকদের। আর এক্কেবারে সেরকম পোশাকে নাচতে দেখা যাচ্ছে এই মহিলাকে। শোয়ের মঞ্চের সজ্জাও সেরকম করে সাজিয়ে তোলা হয়েছে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে এটি অডিশনের ভিডিও নয়।

আর এই ভিডিও দেখেই শোয়ের নির্মাতাদের উপর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। কেউ এসব দেখিয়ে শোয়ের টিআরপি বাড়ানোর অভিযোগ তুলে মন্তব্য করেছেন, ‘শুধু চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য এইসব ফালতুগিরি চলে। এটা নাচ??বাড়ির ফাংশনের টাইমপাস ড্যান্স বলে। এই প্রোগ্রাম ব্যান হওয়া উচিৎ’। আরেকজন আবার ভালো প্রতিযোগীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে লিখেছেন, ‘এই সব ক্যান্ডিডেটগুলোর জন্য একটা ভালো যোগ্য ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেয়’। আরেকজন আবার সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিমায় লিখেছেন, ‘নাচ দেখলাম। মোটেই ভালো লাগলো না। কোনো মুভমেন্ট নেই, হাত পা ঘোরানো ছাড়া। শিল্পীর নৃত্যপ্রতিভা না থাকলে শুধু রবীন্দ্রভারতী আর মিঠুন কাছে চলে গেলেই হবে না। সঠিক বিচার করতে না পারলে এইসব প্লাটফর্ম বন্ধ হোক।’

প্রসঙ্গত, এই সিজনে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) যেমন বিচা্রকের আসনে থাকছেন, তেমনই সুদূর বলিউড সুন্দরী মৌনি রায় নিয়ে এসেছেন নয়া ধামাকা। এছাড়াও বিশেষ আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবারেও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

Related Articles