whatsapp channel

Deepika-Alia: পুরুষদের শৌচাগারে কি করছিলেন দীপিকা-আলিয়া! এত বছর পর ফাঁস গোপন তথ্য

কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী (Sidhdhant chaturbedi), অনন্যা পান্ডে (Ananya Pandey), ধৈর্য কারওয়া (Dhairya Karwa) অভিনীত ফিল্ম ‘গেহরাইয়াঁ’। স্বাভাবিক ভাবেই ফিল্মের প্রোমোশন নিয়ে ব্যস্ত দীপিকা, শকুন বাত্রা (Shakun Batra)-রা। সম্প্রতি শকুন একটি সাক্ষাৎকারে দীপিকার পুরুষ শৌচাগারে যাওয়ার প্রসঙ্গ শেয়ার করেছেন।

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী (Sidhdhant chaturbedi), অনন্যা পান্ডে (Ananya Pandey), ধৈর্য কারওয়া (Dhairya Karwa) অভিনীত ফিল্ম ‘গেহরাইয়াঁ’। স্বাভাবিক ভাবেই ফিল্মের প্রোমোশন নিয়ে ব্যস্ত দীপিকা, শকুন বাত্রা (Shakun Batra)-রা। সম্প্রতি শকুন একটি সাক্ষাৎকারে দীপিকার পুরুষ শৌচাগারে যাওয়ার প্রসঙ্গ শেয়ার করেছেন।

Advertisements

তবে শুধুমাত্র দীপিকা নন, তাঁর সাথে ছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)-ও। 2016 সালে বার্লিনে মার্কিন ব্যান্ড ‘কোল্ড প্লে’-র অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা, আলিয়া এবং শকুন। আলিয়ার পুরানো পোস্টে এই অনুষ্ঠানের কথা পাওয়া যায়। দীপিকা ও আলিয়া ‘কোল্ড প্লে’-র গান শুনে উচ্ছ্বসিত ছিলেন। একের পর এক গান হচ্ছিল। ফলে প্রকৃতির ডাক এলেও তাঁরা যেতে পারছিলেন না অনুষ্ঠান ছেড়ে। কিন্তু একসময় তাঁদের অপছন্দের একটি গান শুরু হতেই আলিয়া ও দীপিকা দ্রুত শৌচাগারে যান।

Advertisements

Advertisements

কিন্তু মহিলাদের শৌচাগারের সামনে বিরাট লাইন দেখে তাঁরা বুঝতে পারেন, যতক্ষণে তাঁরা ফিরবেন, ‘কোল্ড প্লে’-র গান শেষ হয়ে যাবে। ফলে উপায় না দেখে দীপিকা ও আলিয়া পুরুষ শৌচাগারে গিয়ে দ্রুত কাজ সেরে অনুষ্ঠানে ফিরে আসেন। দীপিকাও এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, প্রকৃতির ডাক এলে তিনি আগে তাঁর প্রয়োজন পূর্ণ করেন।

Advertisements

শকুন বাত্রা পরিচালিত ফিল্ম ‘গেহরাইয়াঁ’ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে। 11 ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ফিল্ম। ডিসেম্বর মাসে ‘গেহরাইয়াঁ’-র টিজার শেয়ার করেছিলেন দীপিকা। এই ফিল্মে দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত ও ধৈর্য্য ছাড়াও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ (Nadiruddin Shah), রজত কাপুর (Rajat Kapoor) প্রমুখ।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media