Hoop VideoHoop Viral

Bhojpuri Song: রাত বারোটার পর অক্ষরাকে শরীরের খেলা দেখালেন নিরাহুয়া, বাচ্চাদের সামনে দেখবেন না

বিগত দশক থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। গান থেকে চলচ্চিত্র এমনকি মিউজিক ভিডিও- সবকিছুতেই বেশ উন্নতি করেছে ভোজপুরী বিনোদন জগৎ। প্রায়ই কোনো না কোনো ভোজপুরী গানের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। গোটা দেশব্যাপী দর্শক রয়েছে এই ভোজপুরী গান ও নাচের। উত্তেজনাপূর্ণ গানের চটুল ভাষা এবং গানের ভিডিওর মাঝে নায়ক ও নায়িকার অন্তরঙ্গ দৃশ্য। এই একজোড়া কারণেই আজ ভোজপুরী গানের ভক্তের সংখ্যা অগণিত।

এই ইন্ডাস্ট্রিতে বর্তমানে অনেক অভিনেতা ও অভিনেত্রী কাজ করেন। তবে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেতা নিরাহুয়া (Nirahua)। তার আসল নাম দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)। কোনো বলিউড অভিনেতার থেকে তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। তাই তার ভিডিও সামাজিক মাধ্যমে এলেই তা মুহূর্তে হয়ে যায় ভাইরাল। অন্যদিকে এই ইন্ডাস্ট্রির এক নামজাদা অভিনেত্রী হলেন অক্ষরা সিং (Akshara Singh)। তারও জনপ্রিয়তা নেহাত কম নয়। বিশেষ করে নিরাহুয়া সহ অনেক নামজাদা নায়কের সঙ্গে পর্দায় জুটি বেঁধে নিজের সাবলীল অভিনয় এবং শরীরের আবেদন দেখিয়েই বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে তাদের একটি গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই গানে সাহসী দৃশ্যে একত্রে দেখা গেছে নিরাহুয়া ও অক্ষরাকে। বদ্ধ ঘরের ভেতর কখনো বিছানায়, কখনো মেঝেতে রোমান্স করতে দেখা গেছে নায়ক ও নায়িকাকে। ‘জওয়ানী কে কেতালি’ নামক এই গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটিজেনদের রাতের ঘুম ব্যাঘাত ঘটাচ্ছে। গানটিতে অক্ষরা সিংকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। এই গানে তাদের দুজনের রোমান্স দেখে দর্শকরা বেশ পছন্দ করছেন। এই গানে দুই তারকার মধ্যে স্বামী-স্ত্রীর প্রেম দেখা যাচ্ছে। এই গানটি শ্রোতাদের খুব পছন্দ হয়েছে।

এটি ‘SRK MUSIC’ নামে ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছে। নিরহুয়া এবং অক্ষরা সিং-এর উপর চিত্রিত গানটি ‘সবকা বাপ আঙ্গুঠা ছাপ’ ছবির। দীনেশ লাল যাদব ‘নিরহুয়া’, অক্ষরা সিং, শ্রুতি রাও, সঞ্জয় পান্ডে, মনোজ টাইগার, সঞ্জয় মহানন্দ, পদম সিং, প্রীতি সিং, সম্ভু রানা, রাজীব যাদব, সঞ্জীব মিশ্রকে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। এই গানের সুর দিয়েছেন মধুকর আনন্দ, কথা লিখেছেন ঝুলন ঝিল। গানটি একসঙ্গে গেয়েছেন দিনেশ লাল যাদব নিরহুয়া এবং স্বাতি শর্মা।

Related Articles