শুভশ্রী-কোয়েলকে টেক্কা দিতে হাজির দিতিপ্রিয়া, ‘জাগো মা দূর্গা’ রূপে প্রকাশ অভিনেত্রীর
ঢাকে কাঠি পরতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তার পরই মর্ত্যে আগমন ঘটবে মহিষাসুরমর্দিনী দেবী দূর্গার। ইতিমধ্যেই বাতাসে পুজো পুজো গন্ধ, সকলের মনে পুজোর আমেজ। আগামী ৬ ই অক্টোবর মহালয়ার পূণ্য তিথিতে দেবী দূর্গার আবির্ভাব ঘটবে।
এদিন স্বভাবতই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডীপাঠ শুনেই ঘুম ভাঙে সকল বাঙ্গালীর। সমস্ত রেডিও চ্যানেলে সম্প্রচারিত হয় দেবী দূর্গার নানা ঐতিহাসিক পুরাণের কাহিনী। ইতিমধ্যেই প্রতিটি চ্যানেলে প্রকাশ পেয়েছে মহালয়ার প্রোমো। মহালয়ার সকালে স্টার জলসার পর্দায় দেখা যাবে ‘জাগো মা দূর্গা!’ দূর্গা চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় ‘রানী রাসমণি’ দিতিপ্রিয়া রায়কে।
করুণাময়ী রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়-কে মহিষাসুরমর্দিনী রূপে টিভির পর্দায় দেখতে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে থাকবেন দেবাদৃতা বসু-ও। যিনি বর্তমানে অভিনয় করছেন ‘মীরাবাঈ’ ধারাবাহিকে। এর পাশাপাশি জানা গিয়েছে অভিমুন্য মুখোপাধ্যায়ের লকডাউন ছবির পর এখানেও জুটি বেঁধেছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। স্টার জলসার সূত্রে খবর মহালয়ার আবহাওয়া, যন্ত্রানুষঙ্গ এবং সঙ্গীতের দায়িত্বে থাকছেন গায়ক শোভন গাঙ্গুলী। এর পাশাপাশি দেখা যাবে ইমন চক্রবর্তী -কেও।
প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে দিতিপ্রিয়ার পরনে রয়েছে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না। মা দূর্গা রূপে নিজেকে বেশ ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিত’ তে ‘ঋষিতা’ চরিত্রে মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন দিতিপ্রিয়া।
স্টার জলসা ছাড়াও ইতিমধ্যেই মহালয়ার প্রোমো প্রকাশ পেয়েছে অন্যান্য চ্যানেলেও। এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে চ্যানেল গুলি একে অপরের সঙ্গে মহা টক্করে নেমে পরেছে। জি বাংলায় দেখা যাচ্ছে দেবী দূর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী-কে আবার কালার্স বাংলায় দেখা যাচ্ছে মহিষাসুরমর্দিনী চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।