whatsapp channel

Mithai: বিপত্তি থেকে মুক্তি পেল মোদক পরিবার, শুভেছা জানাতে হাজির দিতিপ্রিয়া রায়

'মিঠাই' এখন সেরার সেরা। সে টিআরপি হোক বা গল্প। টানা ১ বছর ধরে দর্শকের মন একই ভাবে ভরিয়ে রেখেছে ধারাবাহিকটি। টান টান উত্তেজনার সাথে বেশ এগোচ্ছিল 'মিঠাই' রানীর গপ্পো। এবার…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

‘মিঠাই’ এখন সেরার সেরা। সে টিআরপি হোক বা গল্প। টানা ১ বছর ধরে দর্শকের মন একই ভাবে ভরিয়ে রেখেছে ধারাবাহিকটি। টান টান উত্তেজনার সাথে বেশ এগোচ্ছিল ‘মিঠাই’ রানীর গপ্পো। এবার গল্প নিল নতুন মোড়। মিষ্টি হাবের উদ্বোধন করলো মোদক পরিবার। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পর্দার প্রাক্তন ‘রানী রাসমণি’ অর্থাৎ দিতিপ্রিয়া রায়।

Advertisements

অতি সম্প্রতি জি বাংলা ‘মিঠাই’ ধারাবাহিকটির একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সব বাঁধা বিপত্তি ঠেলে বেশ খুশির আমেজে ভাসছে মোদক পরিবার। দাদাই ছেলে সমরেশকে শুভেচ্ছা জানালেন তাঁর মিষ্টি হাব খোলার স্বপ্ন সত্যি হওয়ার জন্য। মিঠাই-এর গোপাল তবে পাশে আছে ওঁদের। তাই তো মিঠাই রানীর সর্বকালীন ‘জয় গোপাল’ বাণী সত্যিই সার্থক।

Advertisements

Advertisements

বেশ প্রেম জমেছে মিষ্টি জুটির। উচ্ছেবাবু ওরফে সিদ্ধার্থ-এর কষ্ট মিঠাইকে বড় চিন্তা দিচ্ছে। তাই তো বার বার ফোন করে ওঁকে খাওয়ার কথা বলছিল মিঠাই। ওষুধ খেতেও যাতে সে ভুলে না যায়। মারপিঠ করতে গিয়ে এমনকি কনুই-এ যে ব্যাথা সিড পেয়েছে, সেটার বিষয়েও জিজ্ঞেস করে ফেললো মিঠাই। সিডের ভাষায়, বেশ বৌমাগিরি চালাচ্ছিল ওর মিঠাই রানী। যাই হোক সত্যিকারের ভালোবাসা বোধ হয় মিষ্টি জুটির থেকেই শেখা যাবে।

Advertisements

উল্লেখ্য, ‘আমরা যদি একজোট হয়ে থাকতে পারি, তাহলে কোনো বিপদ কোনো শত্রু আমাদের কিচ্ছু করতে পারবে না’- অভিজ্ঞ দাদাই-এর এই মন্তব্য সত্যিই প্রত্যেকটা পরিবারের মাথায় রাখা উচিত যতই শত্রুর আগমন হোক। পরিবারের প্রত্যেকটা সদস্য যদি হাতে হাত রেখে এগোনোর সাহস রাখে সব বাঁধা কেটে যাবে অবশ্যই ঠিক যেমন ‘আগরওয়াল সুইটস’-এর ওমি আগরওয়ালকে বুড়ো আঙুল দেখালো মিঠাই-এর পরিবার। ধারাবাহিকটি কাল্পনিক হলেও বাস্তব বটে

whatsapp logo
Advertisements
Avatar