Hoop Life

দীপাবলি স্পেশাল রঙ্গোলির অসাধারণ ও ইউনিক ১০টি ডিজাইন

কালীপুজোর রঙ্গোলি দেওয়ার রীতি এখন অনেকের বাড়িতেই দেখা যায়। এবছর করোনার আবহে বাজি পোড়ানো বন্ধ তাই রঙ্গোলি করে আপনি আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে পারেন।

বাড়ির সামনে যদি বড় উঠান থাকে কিংবা আপনার যদি ছোট্ট একটা বারান্দা থাকে তাহলে রঙ্গোলি দিয়ে সাজিয়ে তুলুন আপনার বাড়িকে। এজন্য খুব বেশি কিছুর প্রয়োজন হবেনা। বাড়িতে থাকা টুকিটাকি জিনিস, আবির আর প্রদীপ তাতেই তৈরি হয়ে যাবে সুন্দর রঙ্গোলি।

বাড়িতে থাকা মশা মারার ধুপ, গোল আকারের কোন কিছু জিনিস দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রঙ্গোলি। যেখানে আবির রাখবেন, তার জন্য ব্যবহার করতে পারেন ফেভিকলের ফেলে দেওয়া কৌটো। তবে আর দেরি না করে চটজলদি কালী পুজোর আগেই বাড়িকে সাজিয়ে ফেলুন রঙ্গোলি দিয়ে।

whatsapp logo