whatsapp channel

Lifestyle: ভুল করেও ছাদে রাখবেন না এই পাঁচটি গাছ, সংসারে লাগবে গ্রহণ

ছাদে রাখবেন না এই পাঁচটি গাছ। এই পাঁচটি গাছ আপনি যদি ছাদে রাখেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার, আমরা অনেক সময় বুঝতে পারি না, না বুঝেই এই…

Shreya Chatterjee

Shreya Chatterjee

ছাদে রাখবেন না এই পাঁচটি গাছ। এই পাঁচটি গাছ আপনি যদি ছাদে রাখেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার, আমরা অনেক সময় বুঝতে পারি না, না বুঝেই এই ধরনের ছোট ছোট ভুল করে ফেলি যা আমাদের জীবনকে ছারখার করে দিতে পারে। বাস্তু বিশেষজ্ঞরা বলছে, ছাদে যদি বাগান করতে চান, তাহলে গাছ গুলি একেবারে ছাদে লাগাবেন না, ঘরে, বাগানে, ব্যালকনিতে, উঠোনে লাগান।

রাবার প্ল্যান্ট- বাড়ির ছাদে কখনো রাবার গাছ, রাখবেন না রাবার প্ল্যান্ট। এই গাছ কে সব সময় আপনি আপনার ব্যালকনিতে বা ঘরের মধ্যে রাখবেন, বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এই গাছটি অত্যন্ত ভালো একটি গাছ কিন্তু বড় পাতাওয়ালা গাছ থাকার জন্য একে ছাদে রাখলে ছাদের ক্ষতি হতে পারে। ছাদে উপযুক্ত রোদ আসবে না, তাই এটি কখনোই উচিত নয়।

মানি প্ল্যান্ট – বাড়ির ছাদে কখনো মানিপ্ল্যান্ট কে বসাবে না। অনেক সময় ছাদে বসিয়ে এই গাছ আমরা নিচের দিকে ঝুলিয়ে দিই, এটি কখনোই উচিত না। তাই মানিপ্ল্যান্ট সর্বদা নিচেই বসান তারপরে ছাদে দড়ি দিয়ে বেঁধে তুলে দিতে পারেন, যাতে মানিপ্ল্যান্ট খুব সহজেই ওপরের দিকে এগিয়ে যায়।

তুলসীগাছ – বাড়ির ছাদে কখনো তুলসী গাছ লাগাবেন না। তুলসী গাছ লাগানোর উপযুক্ত জায়গা হল বাড়ির উঠোন কিংবা ব্যালকনি বা বারান্দা যেখানে সূর্যের রোদ আসবে কিন্তু বাড়ির ছাদকে ভুলেও তুলসী গাছ লাগাবেন না।

Lifestyle: ভুল করেও ছাদে রাখবেন না এই পাঁচটি গাছ, সংসারে লাগবে গ্রহণ

বড় পাতা গাছ –বড় পাতাযুক্ত গাছ কিংবা বট অশ্বত্থ কখনো ছাদে লাগাবেন না। এটি কিন্তু অত্যন্ত ক্ষতি হয়ে যেতে পারে, আপনার পারিবারিক সদস্যদের মধ্যে।

অ্যালোভেরা– আমরা প্রত্যেকেই বাড়িতে অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকি, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না, যে ছাদে কখনোই অ্যালোভেরা গাছ রাখা উচিত নয়, এই গাছকে সর্বদা উঠোনে কিংবা আপনি আপনার ব্যালকনিতে রাখতে পারেন।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক