পায়ে হেঁটে স্কুলে যেতে হয় গ্রামের মেয়েদের, নিজের জমানো টাকায় বাস কিনে দিলেন ডাক্তারবাবু

Avatar

HoopHaap Digital Media

রাজস্থানের কোট পুটলিতে অবস্থিত একজন স্থানীয় প্রবীণ চিকিৎসক তিনি প্রায় ৬১ বছর বয়সী যিনি রিটায়ারমেন্ট এর পরই নিজের পি এফ এর জমানো টাকা দিয়ে গ্রামের মেয়েদের জন্য একটি বাস কিনে দিয়েছেন। মেয়েরা প্রত্যন্ত গ্রাম থেকে অনেক দূরে স্কুলে আসে পড়াশোনার জন্য।। একটা বাস থাকলে তাদের যাতায়াতে অনেক সুবিধা হয়। তাদের কথায় মাথা রেখে এবং পরবর্তীকালে কি হবে নিজের কথা না ভেবে জমানো টাকায় কিনে ফেললেন একটি গোটা আস্ত বাস।

স্থানীয় এক চিকিৎসকের নাম আর পি যাদব। ছোট ছোট ছেলেমেয়েরা মাইলের পর মাইল হেঁটে রোজ স্কুলে আসছে। সহানুভূতিশীল চিকিৎসক এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর কথা ক্রমশ ভেবেই গেছেন। ভেবে ভেবে একটা সিদ্ধান্ত এ উপনীত হয়েছেন। ঠিক করেন অবসরের পাওয়া সমস্ত জমানো টাকা খরচ করবেন এই মেয়েদের কল্যাণে।

নিজের পিএফের জমানো টাকায় ১৯ লক্ষ টাকা খরচ করে বাস কিনে দেন তিনি। তার এই কাজের জন্য তিনি দেশজোড়া প্রশংসা পেয়েছেন। আইপিএস অফিসার আর কে বিজ নিজে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে দিয়ে তিনি লিখে দেন ‘এমন ব্যাক্তিকে আমি প্রণাম জানাই’।

Avatar

Leave a Comment