whatsapp channel

অপেক্ষা করছে কঠিন শাস্তি, রিয়ার বাড়ি থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক

মাদক যোগে রিয়া চক্রবর্তীর উপর শুনানি চলাকালীন গত মঙ্গলবার এনসিবিএ এডিজি অনিল সিং নাকি তাঁর বক্তব্যে বলেন যে সুশান্ত মামলার সঙ্গে রিয়ার ছোট একটা সংযোগ রয়েছে। এই বয়ান সংবাদ মাধ্যমে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

মাদক যোগে রিয়া চক্রবর্তীর উপর শুনানি চলাকালীন গত মঙ্গলবার এনসিবিএ এডিজি অনিল সিং নাকি তাঁর বক্তব্যে বলেন যে সুশান্ত মামলার সঙ্গে রিয়ার ছোট একটা সংযোগ রয়েছে।

Advertisements

এই বয়ান সংবাদ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশ্য সাফাই দেওয়া হয় এনসিবি সূত্রে। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে নাম না প্রকাশ করার শর্তে এক এনসিবি আধিকারিক জানান যে সুশান্ত মামলার সঙ্গে তাঁদের তদন্তের কোনো সম্পর্ক নেই।

Advertisements

অনিল সিংয়ের ওই বক্তব্য প্রসঙ্গে উনি বলেন, এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। মৃত্যু রহস্যের তদন্ত সিবিআই করছে। আমরা শুধুমাত্র ড্রাগ এঙ্গেল এর তদন্ত করছি। অনিল সিং এই বিষয়টিই কোর্টে বলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হয়ে গেছে কোনো ভাবে।

Advertisements

অন্যদিকে, রিয়া ও সৌভিকের মাদক যোগ নিয়েও বিস্ফোরক দাবি করেন এই আধিকারিক। তিনি বলেন রিয়া ও সৌভিকের থেকে দেড় কিলো চরস বাজেয়াপ্ত করা হয়েছে। এর জন্য তাঁদের ১০ থেকে ২০ বছরের সাজাও হতে পারে।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media