whatsapp channel

Win Lottery: রাতারাতি বদলে গেল ভাগ্য, গাড়ি চালকের হাতে এলো ৩৩ কোটি টাকার লটারি

দক্ষিণ ভারতের এক ছোট গ্রামের অজয় অগুলা নামের এক ব্যক্তি। তিনি গিয়েছিলেন দুবাইতে কাজের খোঁজে। সাংসারিক টানাপোড়েন থেকে বাঁচতে তিনি কাজের সন্ধানে গিয়েছিলেন টাকা রোজগার করতে। শুনেছিলেন দুবাইতে গেলে নাকি…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

দক্ষিণ ভারতের এক ছোট গ্রামের অজয় অগুলা নামের এক ব্যক্তি। তিনি গিয়েছিলেন দুবাইতে কাজের খোঁজে। সাংসারিক টানাপোড়েন থেকে বাঁচতে তিনি কাজের সন্ধানে গিয়েছিলেন টাকা রোজগার করতে। শুনেছিলেন দুবাইতে গেলে নাকি প্রচুর টাকা রোজগার করা যায়, তবে তার স্বপ্ন সত্যি সত্যি হলো। হ্যাঁ, তবে কাজ করে না, হাতে পেলেন লটারি, মানুষের ভানু পেল লটারির মত আর কি।

Advertisements

খুব কম মাসিক বেতন এই রোজগার করেন, তিনি, পাওয়ার মতন অবস্থা পেলেন ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা। এতগুলো টাকা একসঙ্গে চোখে দেখে নিজের চোখেই বিশ্বাস করতে পারছেন না তিনি। কয়েকদিন আগে তার বন্ধু লটারিতে টিকিট কাটে, সেই দেখা দেখি অজয়ও এমন টিকিট কেটেছিলেন। আর তাতেই তার ভাগ্য একেবারে ফিরে গেল।

Advertisements

Win Lottery: রাতারাতি বদলে গেল ভাগ্য, গাড়ি চালকের হাতে এলো ৩৩ কোটি টাকার লটারি

Advertisements

এই বিপুল পরিমাণ টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কেনা ও নিজের একটি নির্মাণ সংস্থা খুলবেন তিনি। তবে শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি গরীব মানুষদেরও সাহায্য করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, তার এই অল্প রোজগারে তিনি এই টাকাটি পেয়ে ভীষণ খুশি হয়েছেন, খুশি হবারই কথা। এমনি গাড়ি চালক থেকে রাতারাতি একেবারে কোটিপতি হয়ে গেছেন।

Advertisements
whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক