Skin Care Tips: মুখে বয়সের ছাপ পড়ছে! তিনটি ঘরোয়া উপাদানেই হবে সমাধান
পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এই মুহুর্তে আপনি যদি নিজের ত্বকের যত্ন না নেন তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন, ত্বকের যত্ন নেওয়ার জন্য আপনাকে রান্নাঘর থেকে নিয়ে আসতে হবে মাত্র তিনটে জিনিসকে। তিনটে জিনিস ব্যবহার করে আপনি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারবেন।
১) নারকেল তেল দিয়ে মালিশ করুন – নিয়মিত নারকেল তেল দিয়ে যদি মালিশ করতে পারেন, তাহলে আপনার ত্বক হবে উজ্জ্বল। এমন ত্বক যদি একবার পেয়ে যান, তাহলে দেখবেন আপনার মুখটি কত সুন্দর দেখতে লাগছে, পূজার সময় কোন সময় আমরা অতিরিক্ত মেকআপ করি, কিন্তু এই নারকেল তেল দিয়ে আপনি যদি নিয়মিত মালিশ করতে পারেন বা পুজোর সময় যদি নারকেল তেল তুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে মেকআপ রিমুভ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ত্বক অনেক সুন্দর এবং ঝকঝকে পরিষ্কার থাকবে।
২) টক দই এর জাদু – অতি প্রাচীনকাল থেকেই রূপচর্চায় টক দই ব্যবহৃত হয়ে আসছে। টক দই দিয়ে যদি নিয়মিত আপনি আপনার ত্বক ম্যাসাজ করতে পারেন। তাহলেও কিন্তু আপনার ত্বক সুন্দর হবে। টক দই যেমন ত্বককে নরম মোলায়েম ও মসৃন করতে সাহায্য করে, ঠিক তেমনি টক দইয়ের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড আপনার ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে। ত্বকের ওপরে হওয়া কালো দাগ দূর করতে সাহায্য করবে। আপনাদের নিয়মিত রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার করুন দই। আর এর মধ্যে টক দই মিশিয়ে দিন।
৩) শশার রসের মাহাত্ম্য- আপনি কি জানেন শসার রস কত উপকারী? শসার রস দিয়ে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ টোনার। শশার রসের মধ্যে সেই পরিমাণমতন গোলাপ জল এবং অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নিন। তবে এটি তরল আকারেই আপনাকে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এটি অসাধারণ টোনার হিসেবে কাজ করে, যখনই গরম থেকে তেতে পুড়ে আসবেন, বা রাতে শুতে যাওয়ার সময় তুলোর মধ্যে ভিজিয়ে করে মুখে লাগিয়ে শুয়ে পড়ুন।
সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।