মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, আরব সাগরে অতিপ্রবল নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কেরলে। ঘূর্ণিঝড় ‘তৌকতাই’ (cyclone tauktae) আছড়ে পড়ার আগেই উপকূলের নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। ভেসেছে মহারাষ্ট্র। মুম্বাইয়ের একাধিক জায়গা জল প্লাবিত। উপড়ে পড়েছে গাছ, বহু টিনের চাল উপরে গেছে মাঝ বরাবর।
এরই মধ্যে, ভাঙ্গা গাছের উপর উঠে ফটোশ্যুট করালেন অভিনেত্রী দীপিকা। বৃষ্টির মধ্যে, ভেজা শরীরে ভাঙ্গা গাছের উপর উঠে নানান কায়দায় একের পর এক ফটো ক্লিক করালেন তিনি। শুধুই যে ছবি তুলেছেন তা নয়, নাচের ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। দেখুন দীপিকার একাধিক ছবি।
View this post on Instagram
ছবি ও ভিডিও সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ক্যাপশনে লিখেছিলেন, “ঝড়কে শান্ত তুমি করতে পারবে না। তাই চেষ্টাও কোরো না। তার চেয়ে বরং নিজেকে শান্ত কর। প্রকৃতিকে আপন করে নাও। কারণ এই অন্ধকার সময় কেটে যাবে।”
View this post on Instagram
‘দিয়া আউর বাতি হাম’ ধারাবাহিকের অভিনেত্রীর এমন নাচের দৃশ্য দেখে কেউ কেউ প্রশ্ন রেখেছেন সোশ্যাল মিডিয়ায়, “এত মানুষকে কেড়ে নিল ঘূর্ণিঝড় সেখানে আপনি নাচ করছেন?” কেউ কেউ আবার কোভিড পরিস্থিতিতে মাস্ক না পরে, খালি পায়ে দীপিকার রাস্তায় নেমে আসার ঘটনাকেও একেবারেই ভাল চোখে নেননি। অবশ্য, ছোট পর্দার অভিনেত্রী দীপিকা সিং এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি।