Hoop Life

কনুইয়ের কালো দাগ দূর করার তিনটি প্রাকৃতিক উপায়

কনুইয়ের কালো দাগ কে কয়েকটি প্রাকৃতিক উপাদানের মধ্যে খুব সহজে ফর্সা করে তুলুন। পরপর সাতদিন এই নিয়মটি মেনে চললে আপনি নিজেই বুঝতে পারবেন এর তফাৎ।

১) দু চামচ লেবুর রস, এক চামচ বেকিং সোডা মাথায় রাখবেন বেকিং পাউডার নয়, বেকিং সোডা ব্যবহার করতে হবে। কনুইতে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখুন।

২) দু চামচ চালের গুঁড়ো, এক চামচ বেসন, এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে কনুই তে লাগিয়ে রাতে শুয়ে পড়তে পারেন। সকালে উঠে ভালো করে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন।

৩) কফি পাউডার কালো দাগ তোলার জন্য ভীষণ উপকারী একটি উপাদান। এক চামচ কফি পাউডার এক চামচ বেসন, দুই চামচ দুধ ভালো করে মিশিয়ে লাগিয়ে রাখুন।

উপরের এই উপকরণ গুলির মধ্যে যেকোনো একটি নিয়মিত সাতদিন পর পর করতে পারলে কনুইয়ের দাগ একেবারে পরিষ্কার হয়ে যাবে।

Related Articles