Hoop Life

বাড়িতে মাত্র ১০ টাকায় কিভাবে ফেসিয়াল করবেন

পুজোর আগে ফেসিয়াল করার জন্য পার্লারগুলোতে ভিড় উপচে পড়ে ফেসিয়াল করার জন্য। কিন্তু আপনি কি জানেন বাড়িতে বসে মাত্র ১০ টাকা খরচ করে ফেসিয়াল করে সুন্দর ঝকঝকে ত্বক পেতে পারেন।

কফি ফেসিয়াল-»
এক প্যাকেট কফি ২ টাকা, একটি ভিটামিন ই ক্যাপসুল ( আনুমানিক তিন টাকা), একটি পাতিলেবু (খুব বেশি হলে চার টাকা), কয়েকটা পুদিনা পাতা।

সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিন মুখে লাগিয়ে রাখুন। এর মধ্যে থাকা প্রত্যেকটি উপাদান অর্থাৎ কফি, পুদিনা পাতা, ভিটামিন ই ক্যাপসুল সবকটি জিনিসই ত্বকের জন্য ভীষণ প্রয়োজন। ১০ টাকার মধ্যে এই ফেসিয়াল একবার করলেই ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে।

ভিটামিন সি ফেসিয়াল-».
ভিটামিন সি ট্যাবলেট ( ২ টাকা), একটি পাতিলেবু ( খুব বেশি হলে চার টাকা, তার কম হতে পারে), এক চামচ চিনি।

প্রত্যেকটি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন মুখে লাগিয়ে রাখুন। ভিটামিন-সি ফেসিয়াল কিন্তু ১০ টাকার কমই হবে। পুজোর আগে একদিন অন্তর একদিনে ফেসিয়ালটি করে দেখুন। ত্বকের সমস্ত কালো দাগ দূর করতে এই ফেসিয়ালের জুড়ি মেলা ভার।

পুজোর সময় উপরের ফেসিয়াল গুলোর মধ্যে যেকোনো একটি করে দেখুন। দেখবেন ত্বক কত সুন্দর এবং ঝলমলে হয়ে উঠেছে।

Related Articles