whatsapp channel

Income Tax: করদাতাদের কড়া নির্দেশ আয়কর দফতরের, হতে পারে ২০০% জরিমানাও

ভারতের প্রতিটি নাগরিক, যারা নিয়মিত সরকারি বা বেসিরকারী কোনো সংস্থা থেকে উপার্জন করেন, তখন তাদের আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন হল একটি নির্ধারিত ফর্ম যার মাধ্যমে একটি আর্থিক…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের প্রতিটি নাগরিক, যারা নিয়মিত সরকারি বা বেসিরকারী কোনো সংস্থা থেকে উপার্জন করেন, তখন তাদের আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন হল একটি নির্ধারিত ফর্ম যার মাধ্যমে একটি আর্থিক বছরে এক জন ব্যক্তি তাঁর অর্জিত আয়ের বিবরণ জমা দিতে পারেন। এই ধরনের আয়ের উপর প্রদত্ত করের তথ্য আয়কর বিভাগে জানানো হয়। আর এভাবেই দেশের অর্থমন্ত্রকের খাতায় নাম তুলতে পারেন দেশের যেকোনো নাগরিক।

ইতিমধ্যে গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। আর তার সঙ্গে ২০২২-২৩ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই। এই নতুন নির্দেশিকা অনুযায়ী যারা করযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের এই তারিখের মধ্যেই কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আর সময়মতো আয়কর রিটার্ন দাখিল করলেই টাকা রিটার্ন পাবেন।

তবে যেসব নাগরিক আয়কর জমার সময় আয়কর ছাড়ের ক্ষেত্রে ভুল নথি দিয়েছেন, তাদের এবার থেকে জরিমানা হবে বলে জানিয়েছে দফতর। উল্লেখ্য, বেতনভোগী ব্যক্তিদের ক্ষেত্রে যদি তারা ১ লক্ষ টাকা পর্যন্ত ভাড়ার জন্য কর ছাড় দাবি করার অনুমতি দেওয়া হয়েছে ধারা 10(13A) অনুযায়ী।দুর্ভাগ্যবশত, কিছু ব্যক্তি এই নিয়মের ভুল সুবিধা নিচ্ছেন। যার ফলে করদাতারা কর বিভাগ থেকে নোটিশ পাচ্ছেন। এই ধরনের দাবির সত্যতা যাচাই করার জন্য, আয়কর বিভাগ একটি ব্যাপক পন্থা অবলম্বন করছে। জানা গেছে, এবার থেকে এমন অসঙ্গতি ধরা পড়লে, আয়কর বিভাগ এই করদাতাদের নোটিশ জারি করতে পারে। যদি এটি পাওয়া যায় যে আয় কম-রিপোর্ট করা হয়েছে, তবে বিভাগের কাছে ভুল রিপোর্ট করা আয়ের উপর প্রযোজ্য করের ২০০% পর্যন্ত জরিমানা ধার্য করার ক্ষমতা রয়েছে, তিনি যোগ করেছেন।

প্রসঙ্গত, আয়কর বিভাগ বেশ কয়েকটি বিধানের অধীনে বিভিন্ন কারণে আয়কর বিজ্ঞপ্তি জারি করে। সাধারণত, একজন করদাতা তাদের আয়কর রিটার্ন দেরীতে অনুপস্থিত বা দাখিল করা, ভুলভাবে ফাইল করা, ভুল ট্যাক্স রিফান্ড দাবি করা এবং অন্যান্য অনেক কারণে একটি আয়কর দফতরের বিজ্ঞপ্তি পান। আয়কর বিজ্ঞপ্তিটি কর বিভাগ 143(1), 142(1), 139(1), 143(2), u/s 156, ধারা 245, এবং 148 ধারার অধীনে জারি করে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা