Hoop PlusTollywood

Eskay Movies: সাতসকালে এসকে স্টুডিওর গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা!

করোনা অতিমারীর কারণে বিনোদন জগত বর্তমানে যথেষ্ট আর্থিক অবনমনের সম্মুখীন। এর মধ্যেই ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে ‘এসকে মুভিজ’। বৃহস্পতিবার সকালে, কলকাতার কুদঘাট অঞ্চলে এসকে স্টুডিওর গুদামে আগুন লাগে। গুদামের আগুন ভয়াবহ রূপ ধারণ করলে তা স্থানীয়দের চোখে পড়ে। তাঁদের উদ্যোগেই ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

কিন্তু আগুন সমগ্র গুদাম জুড়ে ছড়িয়ে পড়ার কারণে তা আয়ত্তে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট পনেরটি ইঞ্জিন। বর্তমানে অত্যন্ত তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ চললেও বাড়ছে প্রবল ক্ষয়-ক্ষতির আশঙ্কা। এছাড়াও এই মুহূর্তে এসকে স্টুডিওর গুদামের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা বোঝা যাচ্ছে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে। ইতিমধ্যেই আগুনের তাপে ভেঙে পড়েছে এসকে স্টুডিওর গুদামের লোহার শেড। ভেঙে পড়েছে লোহার ছাউনিও। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক ফিল্মের রিল ও ক্যান।

জানা গিয়েছে, গুদামে মজুত ছিল প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। উপরন্তু এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা ভয় পাচ্ছেন, আগুন হয়তো এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। তবে দমকলের তরফে আশ্বস্ত করা হয়েছে, এসকে স্টুডিও সম্পূর্ণ পাঁচিল ঘেরা অংশ হওয়ার কারণে এই আশঙ্কা অমূলক। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোরবেলা আগুন লাগলেও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে দমকল।

এদিন সকালে ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেছেন তিনি। এখনও অবধি দমকলের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুদামের মধ্যে কেউ আটকে নেই। তবে প্রশ্ন উঠছে, ‘এসকে মুভিজ’ যথেষ্ট বড় প্রযোজনা সংস্থা। তা সত্ত্বেও তাদের গুদামে প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই কেন?

Related Articles