Hoop Life

ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে সেরা ৫টি অ্যালোভেরা ফেসপ্যাক

শীতকালে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং বয়স্ক তাহলে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কিন্তু আপনি যদি বেশি বয়সেও অল্পবয়স দেখাতে চান তাহলে অবশ্যই সঙ্গী করুন অ্যালোভেরাকে। প্রতিদিন অ্যালোভেরা দিয়ে তৈরি করতে পারেন নতুন নতুন ফেসপ্যাক।

১) অ্যালোভেরা বেসনের ফেসপ্যাক-»
দু’চামচ অ্যালোভেরা জেল, এক চামচ বেসন ভালো করে মিশিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

২) অ্যালোভেরা কফির ফেসপ্যাক-»
দু’চামচ অ্যালোভেরা জেল এক চামচ কফি পাউডার ভাল করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ পরে মুখ ধুয়ে ফেলুন।

৩) অ্যালোভেরা দুধের ফেসপ্যাক-»
তিন চার চামচ দুধ তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাতে শুয়ে পড়ুন। মুখের সমস্ত দাগ দূর করতে সাহায্য করবে এটি।

৪) অ্যালোভেরা মধুর ফেসপ্যাক-»
অ্যালোভেরা জেল এর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারলে মুখের ত্বক অনেক বেশি নরম এবং মখমলে হবে।

৫) অ্যালোভেরা কমলা লেবুর ফেসপ্যাক-»
দু তিন চামচ অ্যালোভেরা জেল, এক চামচ কমলালেবুর রস ভালো করে মিশিয়ে সারারাত লাগিয়ে রাখতে পারলে মুখের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে। কমলা লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের জন্য ভীষণ উপকারী উপাদান।

Related Articles