Hoop Life

Hair Care: পাতলা চুল ঘন দেখানোর পাঁচটি টিপস

অনেক সময় চুল বাঁধার পরে চুল ফাঁকা ফাঁকা দেখতে লাগে। এর হাত থেকে বাঁচতে গেলে আপনি এমন কিছু করতে পারেন যাতে আপনার চুল বেশ মোটা লাগবে।

১) শ্যাম্পু ও কন্ডিশনার -»
এমন কিছু কিছু শ্যাম্পু বা কন্ডিশনার বাজারে পাওয়া যায়, যাতে চুল অনেকটা বেশি পেতে যায়। এমন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা একদমই উচিত না যে শ্যাম্পু কন্ডিশনার চুলের ভলিউম বেশি হবে সেই রকম শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করা উচিত।

২) দুটি ঝুঁটি -»
যদি কোন কারণে চুল পাতলা দেখায় তো অবশ্যই বর্জন করতে গেলে দুটো ঝুঁটি লম্বালম্বিভাবে করবেন। তাহলে উপরের ঝুঁটি দিয়ে নিচের ঝুঁটি দিয়ে আড়াল করে দিন।

৩) হেয়ার কাট-»
খুব পাতলা চুল হলে হেয়ার কাট এমনভাবে করতে হবে, এমন কিছু হেয়ার কাট আছে যা করলে চুল ঘন দেখায়।

৪) ড্রাই শ্যাম্পু -»
ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে চুল ফোলা লাগে। অনেক বেশি ড্রাই শ্যাম্পু হলে চুল অনেক ফোলা লাগে।

৫) এছাড়া চুল ভালো রাখার জন্য অবশ্যই উপযুক্ত খাদ্যাভ্যাস, যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করতে হবে। প্রচুর পরিমাণে আমলকি খেতে হবে। ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। পালং শাক খেতে হবে এবং প্রতিদিন নিয়মিত চুল আঁচড়াতে হবে চুল পরিষ্কার রাখতে হবে প্রয়োজনে সরষের খোল যা আমরা পৌছে দিয়ে ভিজিয়ে মাথায় একঘন্টা রেখে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে।

Related Articles