Lifestyle: রান্নাঘরে আরশোলার উৎপাত কমানোর সহজ ৫টি উপায়
রান্নাঘরে অতিরিক্ত আরশোলার জ্বালায় আপনার জীবন কি দুর্বিষহ হয়ে উঠছে? আরশোলা যেখানে সেখানে দেখতে পেলেই গা গুলিয়ে ওঠে, কি কি করে আরশোলাকে দূর করবেন কিছু ভেবে পাচ্ছেননা? বাজার থেকে নানান রকমের আরশোলা মারার স্প্রে কিনেছেন, তাও কিছু করতে পারছেন না? আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে নিন, কিভাবে ঘরোয়া উপায়ে আরশোলাকে মারতে পারবেন।
১) তেজপাতা – তেজপাতা পোড়ানোর ধোঁয়া রান্নাঘরে দিতে পারেন। এতে শুধু আরশোলা নয়, যে কোনো পোকামাকড় সহজেই দূর হবে।
২) নিমপাতা – নিমপাতা পেস্ট গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে তারপর ছেঁকে রান্নাঘরে স্প্রে করতে পারেন।
৩) কর্পূর- রান্না ঘরের চারদিকে কয়েক টুকরো কর্পূর রেখে দিন, কর্পূরের উগ্র গন্ধ আরশোলা পালাবে।
৪) সাবান জল- জলের মধ্যে সাবানের গুঁড়ো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এই সাবান জল দিয়ে গুলে গোটা রান্নাঘর ভালো করে পরিষ্কার করুন, এতে আরশোলা দূরে চলে যাবে।
৫) রসুন – রসুন থেঁতো করে জলের মধ্যে গুলে সেই জল রান্নাঘরে স্প্রে করলেও আরশোলা কিন্তু দূরে চলে যাবে।
তবে যে কাজটি আপনাকে প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় করতে হবে তা হলো রান্নাঘর ভালো করে পরিষ্কার করবেন । তাহলে রান্নাঘরে এই সমস্ত পোকামাকড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।