এবার থেকে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক, ছুটি কোন দিনে? না জানলে পড়বেন সমস্যায়
যে কোনো মানুষের কাছেই ব্যাঙ্ক (Bank Account) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্ট করে উপার্জন করা অর্থ সঞ্চয় করে রাখা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর ব্যাঙ্কের বিভিন্ন কাজে যখন তখনই পৌঁছে যেতে হয় ব্র্যাঞ্চে। অনেক সময় ডেকে পাঠানো হয় ব্যাঙ্কের তরফেও। মাঝে মাঝে এই সমস্ত কাজে দিনের বেশিরভাগ সময়টাই খরচ হয়ে যায়। ব্যাঙ্ক খোলা থাকে সপ্তাহের ছয় দিনই। প্রত্যেক মাসে রবিবার করে এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে এবারে সাধারণ মানুষের জন্য থাকছে এক দারুণ খবর। এবার থেকে রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফে ঘোষণা করা হয়েছে এমনি খবর। SBI এর গোবন্ডি শাখায় এই নতুন নিয়ম চালু করা হবে বলে খবর। ১ লা ডিসেম্বর থেকে নতুন সাপ্তাহিক ছুটির দিন চালু করা হবে SBI এর এই শাখায়। জানা যাচ্ছে, ব্যাঙ্ক এখন থেকে রবিবার করে খোলা থাকবে। তার পরিবর্তে শুক্রবার করে বন্ধ রাখা হবে। কিন্তু এমন ভিন্ন ধরণের সিদ্ধান্তের কারণ কী?
আসলে এতে উত্তর পূর্ব গোবন্ডি এবং তার পার্শ্ববর্তী স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অনেক সুবিধা হবে। স্থানীয় মানুষ এই সিদ্ধান্তে খুশি বলেই জানা যাচ্ছে। এই মর্মে শাখায় একটি নোটিশও দেওয়া হয়েছে। এই নোটিশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, SBI এর গোবন্ডি শাখা কবে কবে খোলা থাকবে এবং ব্যাঙ্কের ছুটির দিন গুলিই বা কোন কোন দিন পড়ছে।
নোটিশ অনুযায়ী, SBI গোবন্ডি শাখা প্রত্যেক শুক্রবার করে এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে বন্ধ থাকবে। ১ লা ডিসেম্বর থেকে চালু হবে এই নিয়ম। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। নিয়ম মেনেই কাজ হবে ব্যাঙ্কে। শহর এবং দেশের অন্যান্য কিছু অংশে কয়েকটি ব্যাঙ্কের শাখা রবিবারও অর্ধ দিবস খোলা থাকে। যারা সারা সপ্তাহে ব্যাঙ্কে আসতে পারেন না তাদের জন্য এই নিয়ম বেশ সুবিধাজনক।