Skin Care Tips: ঝুলে পড়া ত্বক হবে টানটান, জেনে নিন এমন তিনটি ফেসপ্যাকের কথা
ত্বক ভালো করার জন্য এটি ব্যবহার করতে পারেন বেশ কয়েকটি ফেসপ্যাক ফেসপ্যাক আপনার ত্বককে একেবারে সুন্দর মোলায়েম করে তুলবে। তাই দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন এই ফেসপ্যাক।
১) তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করতে পারেন বেশ কয়েক টেবিল চামচ বেসন, কফি পাউডার, সামান্য আম, কাঁচা দুধ খুব ভালো করে মিশিয়ে ভালো করে ত্বকের ওপর ঘষে ঘষে লাগিয়ে নিলেই আপনার ত্বক সুন্দর হয়ে যাবে।
২) এছাড়া যাদের স্বাভাবিক ত্বক, তাদের জন্য ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে কাঁচা দুধ, সামান্য পরিমাণে বেসন, এক টুকরো কলা, সামান্য পরিমাণের চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ত্বকের ওপরে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে।
৩) যাদের শুষ্ক ত্বক তারা সামান্য দুধের সরের সঙ্গে অ্যালোভেরা জেল এবং সামান্য পরিমাণে গ্লিসারিন, পাকা পেঁপে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখের উপরে লাগিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিন। তারপর দেখবেন আপনার ত্বককে সুন্দর ও মোলায়েম হয়ে গেছে।