Hoop TechHoop Trending

গাড়ি কেনা আর স্বপ্ন নয়, ৪ হাজারেরও কম কিস্তিতে কিনুন সবচেয়ে নিরাপদ গাড়ি

গাড়ি বাড়ির স্বপ্ন প্রায় প্রত্যেকেরই থাকে। যেমন উপার্জন হয় সেই নিরিখেই মানুষ গাড়ি বাড়ি করার সিদ্ধান্ত নেয়। তবে আপনার উপার্জন যদি স্বল্প হয় এবং দীর্ঘদিনের মেয়াদের কোনো চাকুরী যদি আপনি করে থাকেন তবে একটি চার চাকা আপনি অনায়াসে কিনে নিতে পারেন। TATA Tiago আপনাকে দেবে সেই সুযোগ।

কী আছে এই গাড়িতে?
টাটা টিয়াগোয় আছে 1.2 লিটার, 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 86 PS পাওয়ার এবং 113 Nm এর টর্ক জেনারেট করে। ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফাইভ স্পিড এএমটি গিয়ারবক্সের অপশন পাবেন। এই টাটা টিয়াগো ২৩.৮৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।

গাড়ির ফিচার্স সম্পর্কে জেনে নিন

এই গাড়ি কিনলে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগস, রিয়ার পার্কিং সেন্সর, ইবিডি সহ এবিএস এবং কর্নার স্টেবিলিটি কনট্রোলের ফিচার্স।

এছাড়াও আপনি সুবিধা পাবেন অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট, 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, হারমানের ৮-স্পিকারের সাউন্ড সিস্টেম,এবং অটোমেটিক এসি।

দাম?

এই গাড়ি প্রায় ১০ টি ডিজাইনের মধ্যে পাওয়া যাচ্ছে। যার দামেস্কে ৪.৯৯ থেকে ৬.৯৫ লক্ষ টাকার মধ্যে। অটোমেটিক ভেরিয়েন্টের দাম আসছে ৬.১৪ লক্ষ টাকা।

ই এম আই কি সম্ভব?

হ্যাঁ, আপনি যদি মাসিক ৩,৫৫৫ টাকা সঞ্চয় করতে পারেন এবং সেই টাকা সেভিংস করতে পারেন তবে অনায়াসে এই গাড়ি ঘরে আনতে পারেন।

whatsapp logo