whatsapp channel

পুরুষদের বশ করে কুকর্ম শাশুড়ি-বৌমার, এই সিরিজ আপনার রাতের ঘুম কাড়বে

বর্তমান সময়ে ব্যস্ততায় নিজেদের ডুবিয়ে রাখতে ভালোবাসে মানুষজন। আর এই ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার সময় সর্বদা থাকে না সাধারণদের কাছে।…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান সময়ে ব্যস্ততায় নিজেদের ডুবিয়ে রাখতে ভালোবাসে মানুষজন। আর এই ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার সময় সর্বদা থাকে না সাধারণদের কাছে। আর সেই জন্যই বর্তমান প্রজন্ম ক্রমাগত ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। বাড়িতে বসে নিজেদের অবসরে আরাম করে নিজেদের ফোনে কিংবা টিভিতে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতেই পছন্দ করছেন তারা। বলাই বাহুল্য, লকডাউনের পরবর্তী সময় থেকে এই মুহূর্তে ওবেব প্ল্যাটফর্মগুলির দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে অনেকগুণ।

আর সেক্ষেত্রে নিজেদের দর্শকদের মন রাখতে ওয়েব প্ল্যাটফর্মগুলিও একের পর এক বোল্ড ওয়েব সিরিজ নিয়ে আসছে। সাহসী সব দৃশ্যে পরিপূর্ণ ওয়েবসিরিজ এখন গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। বলা বাহুল্য, বর্তমানে এসব সিরিজের জনপ্রিয়তা বড়সড় বাজেটের বলিউডের সিনেমার থেকে কোনো অংশে কম নয়। আর যেখানে এইসব ওয়েবসিরিজ মুক্তি পায়, সেইসমস্ত প্লাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’, ‘কোকু’, ‘প্রাইম শর্টস’ হল অন্যতম।

সম্প্রতি ‘উল্লু’ নামের ওটিটি প্ল্যাটফর্ম থেকে এমনই একটি সিরিজ মুক্তি পেয়েছে, যা আপনাকে দেখতে হবে একা। উল্লু অরিজিনালস-এর ‘গরম মশালা’ ওয়েবসিরিজের প্রথম ভাগটি কয়েকমাস আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের গল্প মূলত ‘রোমান্টিক-হরর’ ঘরাণার। এই সিরিজ শুরু হয় এক গৃহবধূকে দিয়ে, যে নতুন নতুন শ্বশুরবাড়িতে এসেছে। কিন্তু এসেই সে তার শাশুড়িকে দেখেছে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিভাবে পুরুষদের বশীভূত করে তাদের থেকে শারীরিক সুখ নেয়। পরবর্তী সময়ে সে নিজেও এভাবে শারীরিক খিদে পূরণ শুরু করে। কিন্তু এই ক্ষমতা নিয়ে সে কি করবে? এই প্রশ্নচিহ্ন রেখেই শেষ হয় সিরিজের প্রথম ভাগের গল্প।

এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে সাবলীল অভিনয় করেছেন অভিনেত্রী পিহু জয়সওয়াল। তিনি যেন ফুটন্ত গোলাপের একাধিক সাহসী দৃশ্যে খোলামেলা অবতারে মতো মেলে ধরেছেন নিজেকে। এছাড়াও সিরিজে দেখা গেছে এলিনা সেন এবং পূজা সিনহার মতো কলাকুশলীদের। সিরিজটি আপনি দেখতে পারবেন ‘উল্লু’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়েই।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা