Hoop Life

বাড়ির টবে রসুন চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন

বাড়িতে খুব সহজে টবে চাষ করা যেতে পারে রসুন। রসুন চাষ করার উপযুক্ত সময় শীত পরার আগে অথবা শীত পরার পরে। তবে সারা বছরই রসুন চাষ করা যেতে পারে এই দু’টি সময় হল রসুন চাষের উপযুক্ত সময়।

একটি বড় আকারের টব বাছাই করতে হয়। রসুন চাষের জন্য উপযুক্ত মাটি হল বেলে দোআঁশ মাটি। জল নিষ্কাশন হওয়া ভীষণভাবে দরকার। বাগানের মাটির সঙ্গে খুব ভালো করে লাল বালি বা নদীর সাদা বালি ভালো করে মিশিয়ে তৈরি করতে হবে মাটি। মাটির সঙ্গে জৈব সার এবং নিম খোল দিয়ে দিতে পারেন।

বাজার থেকে কোন ভালো জাতের রসুন কিনে এনে রসুনের কোয়া গুলোকে আলাদা করে টবের মাটির মধ্যে আঙ্গুল দিয়ে গর্ত করে সরু জায়গাটি উপরের দিক করে রেখে প্রতিস্থাপন করতে হবে। রসুনের ওপরে হালকা করে মাটি ছড়িয়ে দিন। ভরপুর জল দিয়ে দেবেন। বাড়িতেই তৈরি করা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। অথবা দশ দিন অন্তর অন্তর সরষের খোল পচা তরল সার দিন।

Related Articles