একনজরে দেখে নিন আজ রাজ্যে সোনা রুপোর দাম
বাঙালির পুজোর দিন যত এগিয়ে আসছে ততই খুশির আমেজ বেড়েই চলেছে। বাঙালি মধ্যবিত্তের ঘরে স্বস্তির আবহাওয়া। আজ অনেকটাই সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও লাগাতার দাম কমছে সোনার ৷
এমসিএক্সে ডিসেম্বরে ডেলিভারি হওয়া সোনার দাম পড়ে গিয়ে প্রতি ১০ গ্রামে ৫০৬৫৩ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দামও পড়ে হয়েছে ৬১৫১২ টাকা প্রতি কিলোগ্রামে ৷ বিশেষজ্ঞদের মতে আজ থেকে শুরু নবরাত্রি। শুরু হচ্ছে উৎসবের মরশুম ৷ এর জেরেই দেশে সোনার চাহিদা বাড়বে আর আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মূল্য বাড়লেই এদেশের বাজারেও সোনার দাম আরও পড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.১ শতাংশ পড়ে গিয়ে ১৯০৬.৩৯ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ এই সপ্তাহে সোনার দাম প্রায় ২ শতাংশের কম হয়েছে৷ অন্যদিকে রুপোর দাম ০.২ শতাংশ পড়ে গিয়ে ২৪.২৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ প্ল্যাটিনামের দাম কিছু কমেনি বরং ০.২ শতাংশ বেড়ে ৮৬৬.০৫ ডলার হয়ে গিয়েছে ৷
আজকে দেখে নেওয়া যাক শহর কলকাতাতে সোনার দাম কত? ২৪ ক্যারেট ১গ্রামের সোনার দাম ৫,১৩০ টাকা। ৮ গ্রামের সোনার দাম ৪১,০৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫১,৩০০টাকা আর ১০০ গ্রাম সোনার দাম কমেছে ১৪, ৭০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামও কমেছে।