Gold Price Today: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হুঁশিয়ারি মার্কিন বাহিনীর, ভারতের বাজারে পড়ল সোনার দাম
আমেরিকা ও ন্যাটো হুঁশিয়ারি দিয়েছিল। কথা শোনেনি রাশিয়া। ইউক্রেনে ‘সামরিক অভিযান’ অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের সফলতার পর শুক্রবার বদলাবেনা যুদ্ধের আবহাওয়া। এমত ভয়ংকর পরিস্থিতিতে ভারতের যেসমস্ত নাগরিক সেখানে আটকে পড়েছে তাদের ফেরত আনার অভিযান চালাচ্ছে ভারত সরকার। এদিকে বৃহস্পতিবার সামরিক অভিযান ঘোষণার পরই বাজারে আগুন চড়েছিল সোনার দামে। মাথায় হাত মধ্যবিত্তের। বিয়ের মরসুম চলছে। সব সামাল দেবে কি করে?
শুক্রবার সকালের দিকে কিছুটা স্বস্তির আভাস পেয়ে গেল সোনার বাজার। একলাফে দাম কমে গিয়েছে। বেশ অনেকটাই কম। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনে শুধু সোনা নয় রুপোর দামটাও কমেছে। ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১.১১ শতাংশ। দাম দাঁড়িয়েছে ৫০,৯৭০ টাকায়। এদিকে রুপোর দামের পতনটা আরও একটু বেশি। এক কিলোগ্রাম রুপোর দাম ১,৩০০ টাকা বা ১.৯৭ শতাংশ কমে গিয়েছে। অর্থাৎ দাম এসে দাঁড়িয়েছে ৬৪,৭৩১ টাকায়।
রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করার পর বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম ২,২৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৫২,৬৩০ টাকায়। যা সোনার ইতিহাসে একটি চাপ স্থাপন করে ফেলেছিল। পরবর্তীতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশক্তিদের কাছ থেকে কোনো সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া না দেখে, বিনিয়োগকারীরা হলুদ ধাতুটির দাম কমিয়ে দিতে বাধ্য হয়। আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জু বাইডেন, যার দ্বারা হতাশ ভ্লাদিমির পুতিন ।
তবুও নিজের অবস্থানে অনড় ভ্লাদিমির পুতিন। পশ্চিমী দুনিয়ার চোখ রাঙানিতে হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, “রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে।” এদিকে ওদেশে আটকে পড়া ভারতবাসীকে ফেরাতে বিকল্প রুটের ব্যবস্থা করছে নয়াদিল্লি। এদিন দুপুর দুটো থাকে চারটার মধ্যে উড়েছে এয়ার ইন্ডিয়ার এআই ১৯৪১ ও ১৯৪৩ বিমান। শনিবার সকালে ৫০০ জনের বেশি যাত্রী নিয়ে ভারতে ফিরতে পারে এই বিমানগুলি।