whatsapp channel

পুজোর আগে এক ধাক্কায় অনেকখানি কমলো সোনার দাম

একেই বাজারে অগ্নিমূল্য নিত্য দিনের জিনিসে। তার মাঝে লক ডাউন এবং করোনা সব মিলয়ে প্রায় হাতের বাইরে চলে গিয়েছিল সোনার দাম। এর মধ্যে লাগাতার ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে সোনার দামকে।…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

একেই বাজারে অগ্নিমূল্য নিত্য দিনের জিনিসে। তার মাঝে লক ডাউন এবং করোনা সব মিলয়ে প্রায় হাতের বাইরে চলে গিয়েছিল সোনার দাম। এর মধ্যে লাগাতার ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে সোনার দামকে। যার জেরে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের মাথায় হাত পড়েছিল।

Advertisements

কিন্তু এবার সোনার পাশাপাশি দাম কমেছে রূপোরও। রুপোর দাম প্রায় ১ শতাংশ কমে ৫৯.০১৮ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে। শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারের মূল্য ২৩৮ টাকা কমে ৪৯,৬৬৬ টাকা প্রতি ১০ গ্রামে হয়ে গিয়েছিল৷ গত সপ্তাহে বিদেশি বাজারে সোনার দাম ২ শতাংশ কমে ১৮৬২ মার্কিন ডলার প্রতি আউন্স হয়েছিলো৷ যার ফলে ভারতে প্রতি ১০ গ্রাম সোনায় ৬ হাজার টাকা সস্তা হয়েছিলো৷

Advertisements

এই পতনের ফলে ৫০ হাজারের নিচে সোনার দাম হওয়ার সম্ভাবনা ছিলো।  কিন্তু সোনার দাম নিম্নমুখী হয়েছে, তা আগামী বেশ কয়েক মাস বজায় থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতি ১০ গ্রামে সোনার দাম কমেছে প্রায় ২০০০ টাকা৷ সোনার দাম ৪৯২৫০ টাকার নিচে চলে যাওয়া মানে এবার সোনা ৪৮,৯০০ থেকে ৪৮,৮০০ টাকার মধ্যে ট্রেড করবে৷

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media