whatsapp channel

ধনতেরাসের আগে সোনার দামে বড় ধামাকা

মার্কিন নির্বাচনের কে জিতবে রাজার আসনে তার ফলাফল এখনো ঘোষণা হয়নি। এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই সোনার দাম কমলো। ধনতরাসের আগেই বাঙালি ঘরে একটু সস্তির নিঃশ্বাস। বাজারে সোনার দামের…

Avatar

HoopHaap Digital Media

মার্কিন নির্বাচনের কে জিতবে রাজার আসনে তার ফলাফল এখনো ঘোষণা হয়নি। এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই সোনার দাম কমলো। ধনতরাসের আগেই বাঙালি ঘরে একটু সস্তির নিঃশ্বাস। বাজারে সোনার দামের উত্থান পতন নজর কাড়ছে বিনিয়োগকারীদের। শুক্রবার সকালে ভারতে সোনার দাম একটু কমেছে। যদিও নিজের জায়গাটা ধরে রেখেছে রুপো। বাড়ছে রুপোলি ধাতুর দাম। সবমিলিয়ে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে একনজরে দেখা যাক।

ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) শুক্রবার সকাল সোনার দর কমে দাঁড়িয়েছিল ৫১ হাজার ৮৭৫ টাকা। সোনার ফিউচার মূল্য ০.৩৫ শতাংশ হ্রাস পেয়েছিল। ১০ গ্রামে সোনার দাম ০. ২৮ শতাংশ কমেছে। এর আগে একদিনে সোনার দাম ১২৫০ টাকা বাড়ে। তারপরই এমন দাম কমলো।

যদিও দাম বেড়েছে রুপোর। বেচাকেনার শুরুর দিকে রুপোলি ধাতুর প্রতি ১ কিলোগ্রামের দাম ০.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৩৫ টাকা। তবে এবার সেই দাম আজ একটু চড়া করলো রুপোলী ধাতুকে।

কলকাতায় আজ ধনতেরসের আগে২৪ ক্যারেটে সোনার দাম আজ কলকাতায় ৫২,৯৪০ টাকা। এমনই তথ্য রয়েছে ‘গুড রিটার্নস’ র তরফ থেকে। আর ২২ ক্যারেটে রুপোর দাম ৪৯,৯৯০ টাকা হয়েছে এদিন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media