Gold Price Today: বিয়ের মরশুমে সুখবর! নিম্নমুখী হল সোনা-রূপোর দাম
রাজ্যে অব্যহত বিয়ের মরশুম। দিন-প্রতিদিনই সাতপাকে বাঁধা পড়ছেন হাজারো যুবক-যুবতী। আর মিলনের এই মধুমাসে সুখবর এল বাঙালির ঘরে। আকাশ ছোঁয়ার পর এবার একটু থিতিয়ে পড়ল সোনার দর। দেশের বাজারে সস্তা হল হলদে-ধাতু। দাম কমল রূপোরও। বিগত ৩ সপ্তাহ পর নিম্নমুখী হল সকনার দর। ফলে নাভিশ্বাসের কষ্ট থেকে কিছুটা হলেও রেহাই মিলবে মধ্যবিত্তদের।
সন্তানসন্ততি বা প্রিয়জনের বিয়েতে গয়না কিনতে গিয়ে কিছুটা হলেও স্বস্তি পাবেন সকলেই। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১২.১২.২০২২-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৩৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৮০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১১.১২.২০২২-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৪৪০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৯০০ টাকা।
আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১২.১২.২০২২-সোমবার)
৬৭,৮০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (১১.১২.২০২২-রবিবার)
৬৮,১০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যহ্রাস
৪০০ টাকা প্ৰতি কেজি
এদিকে বিশ্ব বাজারেও এদিন সামান্য কমেছে সোনার দাম। শনিবার আন্তর্জাতিক বাজারে আজ ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৯৬.৮৫ টাকা। আর সোমবার তা রয়েছে ১,৭৮৬.৯১ টাকা।