Advertisements

Gold Price: মধ‍্যবিত্তের চিন্তা বাড়িয়ে একলাফে বাড়ল সোনার দাম, মঙ্গলবার কলকাতায় কত চলছে দর!

Nirajana Nag

Nirajana Nag

Follow
Advertisements

বর্তমান বাজারে যেকোনো জিনিসের দামই বাড়ছে চড়চড়িয়ে। আর এক্ষেত্রে অগ্রাধিকার থাকবে সোনার (Gold Price)। প্রায় প্রতিদিনই দর বদলায় এই মহা মূল‍্যবান ধাতুর। মাঝেমধ‍্যে দর এক থাকলে বা দামে পতন হলেও তা সাময়িক। অধিকাংশ দিনই সোনার দাম থাকে চড়া।

বিভিন্ন অনুষ্ঠানের জন‍্য সোনা কেনার সঙ্গে সঙ্গে যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন যে প্রতিদিন সোনার দামে হেরফের হতে পারে। কখনো দাম বেড়ে যায়, কখনো আবার কমে যায়‌। ২ রা জুলাই, মঙ্লবার কলকাতায় কত চলছে সোনার দর?

মঙ্গলবার সোনার দাম

নির্বাচনের পরেই সোনার দামে দেখা গিয়েছিল ব‍্যাপক উত্থান পতন। বিগত কয়েকদিন ধরে সোনার দাম কখনো অনেকটা বেড়েছে, কখনো আবার এক ধাক্কায় কমে গিয়েছে। তবে বিগত দুদিনে পোনার দাম থেকেছে অপরিবর্তিত। মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনা বিক্রি হচ্ছে ৭,২৩৮ টাকায় এবং ১০০ গ্রাম ২৪ ক‍্যারাট সোনা বিকোচ্ছে ৭,২৩,৮০০ টাকায়। এদিন দাম বেড়েছে ১০০০ টাকা।

২২ ক‍্যারাট অর্থাৎ গহনা সোনার দাম সোমবার ছিল গ্রাম প্রতি ৬,৬২৫ টাকা। আর মঙ্গলবার তা হয়েছে ৬,৬৩৫ টাকা। ১০০ গ্রাম গহনা সোনার দাম রয়েছে ৬,৬৩,৫০০ টাকা। অর্থাৎ মোট দাম বেড়েছে ১০০০ টাকা।

১৮ গ্রাম সোনার ক্ষেত্রেও মঙ্গলবার দাম রয়েছে গ্রাম প্রতি ৫,৪২৯ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫,৪২,৯০০ টাকা। এদিন দাম বেড়েছে ৮০০ টাকা।

মঙ্গলবার রূপোর দাম

গত বুধবার ১ গ্রাম রূপোর দাম ছিল ৯০ টাকা। আর ১ কেজি রূপোর দাম ছিল ৯০,০০০ টাকায়।

শুক্রবার রূপোর দামে কোনো পরিবর্তন আসেনি। এদিন ১ কেজি রূপোর দাম ছিল ৯০,০০০ টাকা।

শনিবারও ১ কেজি রূপোর দাম ছিদ ৯০,০০০ টাকা।

বিগত ৩-৪ দিন ধরে রূপোর দাম অপরিবর্তিত ছিল কলকাতায়। রবিবারও কোনো হেরফের হয়নি। ১ কেজি রূপো এদিন দাম ছিল ৯০,০০০ টাকা।

সোমবার অবশ‍্য দাম বেড়েছিল রূপোর। এদিন ১ গ্রাম রূপোর দর ছিল ৯০.২০ টাকা। ১ কেজি রূপোর দাম ছিল ৯০,২০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছিল ২০০ টাকা।

মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৯১ টাকা আর ১ কেজির দাম রয়েছে ৯১,০০০ টাকা। মোট দাম বৃদ্ধি হয়েছে ৮০০ টাকা।

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow