Gold Price Today: শুক্রবার উল্লেখযোগ্য হেরফের সোনার দামে!
এখন বিয়ের মরশুম। সাধারণ মানুষ থেকে তারকারা, অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন আগামী কয়েকদিনে। আর এই মরশুমে বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। জামাকাপড়ের পাশাপাশি গয়নার দোকানেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এই অবস্থায় সোনা ও রূপার উর্ধগামী বাজারদর কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল সকলের।
কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরের দুদিন ব্যাপক দাম বেড়েছিল সোনালী ধাতুর। কিন্তু ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে এসেছে এই দাম। শুক্রবার ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম একই রয়েছে। তবে রূপার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এদিন। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১০.০২.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,৩৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৩৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (০৯.০২.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,৩৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৩৫০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১০.০২.২০২৩-শুক্রবার)
৬৭,৯০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (০৯.০২.২০২৩-বৃহস্পতিবার)
৬৮,৮০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, বৃহস্পতিবারে বিশ্ব বাজারে কিছুটা বেড়েছিল স্পট গোল্ডের দর। বুধবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৭৭.৫৩ মার্কিন ডলার। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছিল ১,৮৭৯.০৩ মার্কিন ডলার। তবে এর প্রভাব দেশীয় বাজারে তেমন একটা দেখা যায়নি।