Hoop NewsHoop Trending

Gold Price Today: বুধবার বাজার খুলতেই এই পরিবর্তন হল সোনার দামে

আসছে বাংলা নববর্ষ। আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখের আনন্দ স্রোটো গা ভাসাবে আপামর বাঙালি। আর পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে এক নতুনত্বের উৎসব উদযাপন। বছরের শুরুর এই দিনটিতে যেমন নতুন জামাকাপড় পরার রীতি রয়েছে, তেমনই আবার নতুন গয়না পরার রীতিও রয়েছে এদিন। তাই এই সময়ে সকলের নজর থাকে সোনা ও রূপোর দামের উপর। কারণ এই সময় ক্রেতাদের ভিড় জমে গয়নার দোকানে।

গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল উর্ধমুখী। তবে সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার সকালে বাজার খুলতেই একই রইল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম বাড়ল কিছুটা। পাশাপাশি এদিন পাল্লা দিয়ে বাড়ল রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (১১.০৪.২০২৩-মঙ্গলবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৩১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,২০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১২.০৪.২০২৩-বুধবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১২.০৪.২০২৩-বুধবার টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৭০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৫৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৫০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১২.০৪.২০২৩-বুধবার)
৭৭,৩৫০ টাকা প্রতি কেজি

গতকাল কলকাতায় রূপোর দাম (১১.০৪.২০২৩-মঙ্গলবার)
৭৬,৬০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
৭৫০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে কিছুটা উর্ধমুখী সোনার দাম। মঙ্গলবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৯৯.২০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ২০১৮.২০ মার্কিন ডলার। এর প্রভাবেই দেশীয় বাজারে সোনার দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।

Related Articles