Gold Price Today: লক্ষ্মীবারে কলকাতায় কেমন যাচ্ছে সোনার দাম! একনজরে দেখে নিন
আসন্ন মাঘমাস। আর মাঘমাস মানেই বাঙালির মধুমাস। এই সময়ে শয়ে শয়ে বাঙালি যুবক যুবতি সাতপাকে আবদ্ধ হন। আর বিয়ে মানেই কেনাকাটার ধুম। একদিকে যেমন জামাকাপড় কেনার ধুম, অন্যদিকে সোনার দোকানেও বাড়ছে ভিড়। আর এই পরিস্থিতিতে মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলছে সোনার দাম।
গত সপ্তাহ থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল সোনা ও রূপার দাম। জানুয়ারির শুরুতেই রেকর্ড বৃদ্ধি পেয়েছিল হলুদ ধাতুর দাম। আর দ্বিতীয় সপ্তাহেও সেই মূল্যবৃদ্ধি জারি থাকল কলকাতার বাজারে। ক্রমেই তরতরিয়ে বৃদ্ধি পাচ্ছে হলুদ ধাতুর দাম। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১২.০১.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,০৭০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৪০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১১.০১.২০২৩-বুধবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৯৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৩০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১২.০১.২০২৩-বৃহস্পতিবার)
৭১,৫০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (১১.০১.২০২৩-বুধবার)
৭১,৫০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি/হ্রাস
০০ টাকা প্ৰতি কেজি
বিশ্ব বাজারে খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে সোনার দামে তার প্রভাব পড়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৭৯.৯৬ মার্কিন ডলার। এ দিন তা বেড়ে হয়েছে ১,৮৮৩.৭৭ মার্কিন ডলার ফলে দেশীয় বাজারেও বাড়ল সোনার দাম।