Gold Price Today: মঙ্গলবার সকালে সোনার দামে ঘটল ব্যাপক পরিবর্তন!
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের সঙ্গে সঙ্গে এসেছে নতুন দিন। এই বৈশাখ মাস হল বাঙালির মধুমাস। এই মাসে অনেক বাঙালি যুবক যুবতী সাতপাকে বাঁধা পড়েন। তাই এই সময় গয়নার দোকানে ভিড় বাড়ে। এর পাশাপাশি সোনার দাম নিয়েও এই সময় ক্রেতাদের মধ্যে কৌতুহল থেকেই থাকে।
গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। তবে সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বাজার খুলতেই একই রইল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়। পাশাপাশি এদিন স্থিতিশীল অবস্থায় রইল রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১৮.০৪.২০২৩-মঙ্গলবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,০৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৯৪০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১৭.০৪.২০২৩-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,০৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৯৪০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১৮.০৪.২০২৩-মঙ্গলবার)
৭৮,৫০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (১৭.০৪.২০২৩-সোমবার)
৭৮,৫০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে কিছুটা নিম্নমুখী সোনার দাম। সোমবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০০৪.৮০ মার্কিন ডলার। আজ তা সামান্য কমে হয়েছে ১৯৯৫.৯০ মার্কিন ডলার। এর প্রভাবে দেশীয় বাজারে তেমন পড়েনি। কারণ আজ দেশীয় বাজারে সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়।