Gold Price Today: বিয়ের মরশুমে কেমন যাচ্ছে সোনা-রুপোর দাম!

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Updated on:

রাজ্যে শেষ হয়েছে বিয়ের মরশুম। এখন পৌষমাসে বিয়ের তারিখ মোটামুটি নেই বললেই চলে। আর এই মুহূর্তে উত্থান পতনের মধ্যে চলছে সোনা ও রূপার দাম। মঙ্গলবার সোনার দাম কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে রূপার দাম।

এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (২০.১২.২০২২-মঙ্গলবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৪১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৬০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৯.১২.২০২২-সোমবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৪৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৫০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি ও হ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (২০.১২.২০২২-মঙ্গলবার)
৬৯,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (১৯.১২.২০২২-সোমবার)
৬৯,৩০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
২০০ টাকা প্ৰতি কেজি

এদিকে বিশ্ব বাজারেও এদিন সামান্য কমেছে সোনার দাম। সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৯৪.৪৫ টাকা। তবে মঙ্গলবার বিশ্ববাজারে অনেকটা হারে দাম কমেছে সোনার। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৮৮.৫৪ মার্কিন ডলার।

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা